Fighter: মাঝ আকাশে ফাইটার জেট মিশনের ঝলক, মুক্তি পেতেই ভাইরাল ছবির টিজার

বায়ু সেনার চরিত্রে দেখা গিয়েছে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোণ এবং অনিল কাপুরকে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বক্স অফিসে আসছে এই জুটি।

প্রকাশ্যে এল ফাইটার ছবির টিজার। ২৬ জানুয়ারি আসছে ছবিটি। তার আগে প্রকাশ্যে এল ছবির ঝলক। দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল টিজার।

কদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। বায়ু সেনার চরিত্রে দেখা গিয়েছে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোণ এবং অনিল কাপুরকে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বক্স অফিসে আসছে এই জুটি। এবার প্রকাশ্যে এল ছবির টিজার।

Latest Videos

টিজারে জেট স্টান্টের আভাস মিলেছে। মাঝ আকাশে ফাইটার জেট মিশনের দৃশ্য যে কারও গায়ে কাঁটা ধরাবে। বিশেষ করে ভারতের পতাকা উড়িয়ে ঋত্বিক যখন এন্ট্রি নেবে। টিজারে বায়ু সেনার সাদে এই তিন তারকাই নজর কেড়েছেন। তেমমই ফাইটার জেট মিশনের যে দৃশ্য দেখা গিয়েছে তা অসাধারণ। সঙ্গে ছবিতে থাকতে হৃতিক ও দীপিকার প্রেমের ঝলক। ১ মিনিট ১৩ সেকেন্ডের এই টিজার নজর কেড়েছে সকলের।

ফাইটার ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়ার চরিত্রে দেখা যাবে হৃতিককে। ডাক নাম প্যাটি। এই ছবিতে অভিনেতাকে দেখে তাঁর বয়স আন্দাজ করা কঠিন। ৪৯ বছর বয়সেও অভিনেতার এমন লুক নজর কেড়েছে সকলের। সুদর্শন হৃতিক ফের একবার নজর কেড়েছে সকলের। তেমনই অনিল কাপুর অভিনয় করছেন রকির চরিত্রে। তিনিও বায়ুসেনার সাজে দেখা দিয়েছেন।

আগেই জানানো হয়েছিল ৭ ডিসেম্বর মুক্তি পাবে ফাইটার ছবির টিজার। সেই অনুসারে, মুক্তি পেল টিজার। নাম থেকেই স্পষ্ট যে এক অ্যাকশনের কাহিনি নিয়ে আসছে ছবিটি। ২০২৪ সালের জানুয়ারির শেষ দিকে মুক্তি পাবে এই ছবি। ফাইটার সিদ্ধার্থ আনন্দের সঙ্গে হৃতিককের এটি তৃতীয় কাজ। ২০১৪ সালে ব্যাং ব্যাং এবং ২০১৯ সালে ওয়্যার মুক্তি পায়। এই দুটি ছবি মন কেড়েছিল দর্শকদের। ব্যাপক হিটও করে। আর এবার আসছে তৃতীয় ছবি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Sharmila Tagores Birthday: জন্মদিনে কালো পোশাকে চোখ ধাঁধালেন শর্মিলা, দেখুন ছবিতে

পরমব্রত-অনুপম থেকে ধর্মেন্দ্র-শর্মিলা, জেনে নিন সারা দিনের বিনোদনের খবরাখবর লাইট ক্যামেরা অ্যাকশনে

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার