রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে উরফি জাভেদের ছোটবেলা কেটেছে খুব কষ্টে। বাবার কাছেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন উরফি। এমনকী ছোটবেলাতে আত্মহত্যা করারও চেষ্টা করেছিলেন উরফি জাভেদ।
পোশাকের কারণে শিরোনামে থাকেন উরফি জাভেদ। এমনকী এই পোশাকের জন্যই বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ফ্যাশনিস্তা। যৌন হেনস্তা, কুপ্রস্তাব নিয়ে একাধিকবার মুখ খুললেও বাস্তব জীবনেও হেনস্তার শিকার হয়েছিলেন উরফি।
210
নিজের জীবন নিয়ে বরাবরই মুখ খোলেন উরফি জাভেদ। ছোটবেলায় মারাত্মক ট্রমার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন উরফি। বাবার হাতে প্রতিনিয়ত নির্যাতিত হতেন উরফি ও তার মা বোনেরা।
310
সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি জানান, বাস্তবে তিনিও নির্যাতনের শিকার। তাও আবার নিজের বাবার কাছে। প্রায় দু বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার করেন তার বাবা। সেই কারণেই মা ও বোন থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন।
410
উরফি জানান, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন উরফি। বাবার নিয়মিত মারধর, গালিগালাজ রোজের ঘটনা ছিল। এগুলি সহ্য করতে না পেরেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন উরফি।
510
উরফি জানান, একটা সময়ে বাড়ি থেকে বাইরে বেরোনোর অনুমতি ছিল না। ছোটবেলায় অর্থাভাব ছিল সঙ্গী। হাতে টাকা-পয়সা থাকত না। তখন আমার মনে হতো, কোনও পুরুষের পিছনে নয়, মেয়েদের উচিত টাকার পিছনে ছোটা।
610
উরফি জানান, আমি কখনও আমার পরিবারের সমর্থন পাইনি। বারবার অত্যাচার করেছে আমার উপর। কিন্তু তখন প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না। সেই সময়েই বাবার কাছে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।
710
উরফি বলেন, এমন একটা সময় এসেছিল যে নিজের নামটা প্রায় ভুলতে বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন এসেছে এবং সেই খারাপ সময় পার করে এসেছি। আপাতত মা ও বোনেদের নিয়ে মুম্বইতে থাকেন উরফি।
810
উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়।
910
পোশাক বিতর্ক আর উরফির নাম থাকবে না তা আবার হয় নাকি। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি জাভেদ। বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ।
1010
পোশাকের জন্যই বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ফ্যাশনিস্তা। যৌন হেনস্তা, কুপ্রস্তাব নিয়ে একাধিকবার সিনে ইন্ডাস্ট্রির কালো দিক নিয়ে মুখ খুলেছিলেন উরফি কিন্তু বাস্তব জীবনেও হেনস্তার শিকার হয়েছিলেন উরফি, এমনকী পরিবারের কাছ থেকে পর্ন স্টার তকমাও পেয়েছিলেন উরফি জাভেদ।