স্তনবৃন্ত ঢাকা কাগজের হৃদয় দিয়ে, প্যান্টের বোতাম খুলে নোংরামির চরম সীমা পার করলেন উরফি

Published : Feb 28, 2023, 09:54 AM IST

অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য একাধিকবার চরম কটাক্ষের মুখে পড়েছেন উরফি জাভেদ। তবে এবার যা করলেন উরফি, তা দেখে ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। সম্প্রতি নিজের টপলেস ছবি ও ভিডিও শেয়ার করেছেন উরফি জাভেদ, যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। 

PREV
17

প্রতিদিনই নয়া নয়া বিতর্কে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ। আসলে লাইমলাইটে থাকার জন্যই যে  তার এই প্রয়াস তা আর বুঝতে বাকি নেই নেটিজেনদের। অদ্ভুত ফ্যাশন স্টেটমেন্টের জন্য সর্বদাই শিরোনামে থাকেন বিগ বস প্রতিযোগী উরফি জাভেদ।

27

 উরফি জাভেদকে চেনেন না এমন লোকের সংখ্যা প্রায় হাতে গোনা। যদিও তাকে চেনার পিছনে বিতর্ক জড়িয়ে রয়েছে। পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ যেন সমার্থক শব্দ। এবার সব কিছুর উর্ধ্বে উঠে গেলেন  উরফি। 

37

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় টপলেস  ছবি ও ভিডিও শেয়ার করেছেন উরফি জাভেদ, যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ঠিক তেমনই এমন পোশাকে উরফিকে দেখে কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা।

47

শরীরের উর্ধ্বাংশে নেই কোনও পোশাক। স্তনবৃন্ত ঢাকা কাগজের হৃদয় ও স্টার দিয়ে। প্যান্টের বোতাম খুলে হট পোজ দিয়েছেন উরফি জাভেদ। খোলা চুলে অভিনেত্রীর বোল্ডনেস দেখে ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

57

উদ্ভট ফ্যাশন সেন্স দেখেই কটাক্ষের মুখে পড়েছে নেটপাড়ার নয়া সেনসেশন।অতিরিক্ত শরীর দেখাতে গিয়েই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন  উরফি। নেটিজেনরা কটাক্ষ  করে বলেছেন, 'এটুকু পরারই বা কি দরকার ছিল'। এই ধরনের নানা রকমের কুমন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
 

67

 অভিনেত্রীর সাহসী ছবি নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। বিগ বস ওটিটি খ্যাত তারকার অদ্ভুত ফ্যাশন গোলস হামেশাই থাকে চর্চায়। জামা কাপড় নিয়ে এত কাটাছেড়া কেউ করে কিনা তা নিয়েই যথেষ্ঠ সন্দেহ রয়েছে। তবে সাহসীকতার সমস্ত সীমা লঙ্ঘন করেও নেটিজেনদের চর্চায় থাকেন উরফি।

77

 বলিউডের রাতের ঘুম কেড়ে নিয়েছেন উরফি জাভেদ। এত অল্প সময়ের মধ্যে যে এভাবে ভাইরাল হওয়া যায় তা মনে হয় উরফির চেয়ে ও ভাল আর কেউ জানে না। তবে সাহসীকতার সমস্ত সীমা লঙ্ঘন করেও নেটিজেনদের চর্চায় থাকেন উরফি। 
 

click me!

Recommended Stories