'দাদু' বলে সম্বোধন জাভেদ আখতারকে, নিজেকে কি এখনও শিশু মনে করেন ফ্যাশনিস্তা উরফি, প্রশ্ন নেটিজেনদের

উরফি জাভেদের সঙ্গে জাভেদ আখতারের পারিবারিক সম্পর্ক রয়েছে। গত বছর এই ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। তবে সেই ভুল ভেঙেছিলেন জাভেদ পত্নী শাবানা আজমি। এবার জাভেদ আখতারকে দাদু বলে সম্বোধন করলেন ফ্যাশনিস্তা উরফি ।

Web Desk - ANB | Published : Jan 9, 2023 5:50 AM IST
112

উরফির সঙ্গেই যেন কন্ট্রোভার্সি কথাটা জড়িয়ে গেছে। বিতর্ক যে কোনওভাবেই থামার নয়, তাও বুঝে গেছেন সকলেই। ফের নয়া বিতর্কে শিরোনামে উঠে এলেন উরফি জাভেদ।
 

212

 
গত বছর একটি ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। উরফি জাভেদের সঙ্গে নাকি জাভেদ আখতারের পারিবারিক সম্পর্ক রয়েছে।  তবে সেই ভুল ভেঙেছিলেন জাভেদ পত্নী শাবানা আজমি। পুরো বিষয়টাই ভুঁয়ো বলে দাবি করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।

312

এবার জাভেদ আখতারকে 'দাদু' বলে সম্বোধন করলেন ফ্যাশনিস্তা উরফি। রবিবার সাতসকালে মুম্বই  বিমানবন্দরে  জাভেদ আখতারের সঙ্গে দেখা হয় উরফি জাভেদের।  সেখানে জাভেদ আখতারের সঙ্গে ছবিও তোলেন ফ্যাশন কুইন।

412

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে  জাভেদ আখতারের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন উরফি জাভেদ। যার ক্যাপশনে ফ্যাশনিস্তা লেখেন- অবশেষে আমার দাদুর সঙ্গে দেখা হল। উনি একজন কিংবদন্তী। এমন একজন মানুষের সঙ্গে সকাল সকাল দেখা হল। অনেক মানুষই তার সঙ্গে সেলফি তুললেন, তিনিও কাউকে নিরাশ করেননি। আমি ওনার ব্যবহারে অভিভূত, ভীষণ ভালো মানুষ।

512

বিমানবন্দরে একেবারে অন্য পোশাকে দেখা গিয়েছে উরফি জাভেদকে। নীল রঙের ওভারকোট এবং বাদামি  রঙের ফুলপ্যান্টপরেছিলেন নায়িকা। অন্যদিকে জাভেদ আখতারকে পাঞ্জাবি-পাজামা এবং শাল পরে দেখা গিয়েছে।
 

612

তবে জাভেদ আখতারকে দাদু বলে সম্বোধন করায় ফের ট্রোলের মুখে পড়েছেন উরফি। নেটিজেনরা তুলোধনা করতে ছাড়লেন না উরফিকে। অনেকেই বলেছেন নিজেকে কি এখনও শিশু মনে করেন উরফি। ফের নয়া বিতর্কে নাম জড়িয়েছে উরফির।

712


পোশাক বিতর্ক আর উরফির নাম থাকবে না তা আবার হয় নাকি। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে  পড়েন উরফি জাভেদ। বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ।

812

উরফি জাভেদের সঙ্গে বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। আসলে ফ্যাশন স্টেটমেন্টের জন্য শিরোনামে থাকেন উরফি জাভেদ। দিনকয়েক আগেও লেখক চেতন ভগত, ইউটিউবার হিন্দুস্তানি ভাউ-এর সঙ্গে বিতর্কে জড়িয়েছেন উরফি।
 

912


বোল্ডনেসের জন্য সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ। তার অদ্ভুত কীর্তির জন্য হামেশাই নজর কাড়েন উরফি। যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। দিনকয়েক আগেই ফ্যাশন স্টেটমেন্টের জন্য পুলিশে অভিযোগ দায়ের হয়েছে উরফির নামে।

1012


খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ।

1112

যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ। তাকে নিয়ে সমালোচনা হবে না এমন কোনওদিন বোধহয় এখন হয়নি। সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ।   ঠিক কীভাবে লাইমলাইটে আসা যায় সেটা সারাক্ষণ করে থাকেন উরফি জাভেদ। 

1212

উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি।  তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos