পোশাক পরলেই শরীরে অ্যালার্জি হয়, এতদিনে নগ্ন হওয়ার আসল কারণ ফাঁস করলেন উরফি জাভেদ

Published : Jan 08, 2023, 02:40 PM IST

পোশাক বিতর্ক আর উরফির নাম থাকবে না তা আবার হয় নাকি। বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। এবার নগ্ন হওয়ার আসল কারণ ফাঁস করলেন উরফি জাভেদ। 

PREV
19


উরফি জাভেদের সঙ্গে বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। আসলে ফ্যাশন স্টেটমেন্টের জন্য শিরোনামে থাকেন উরফি জাভেদ। দিনকয়েক আগেও লেখক চেতন ভগত, ইউটিউবার হিন্দুস্তানি ভাউ-এর সঙ্গে বিতর্কে জড়িয়েছেন উরফি।
 

29

বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। এবার নগ্নতার আসল কারণ ফাঁস করলেন উরফি জাভেদ।

39

উরফি বলেন,তার শরীরে নাকি অ্যালার্জি রয়েছে। নিজের ইনস্টা স্টোরিতে এমনই দাবি করেছেন ফ্যাশন কুইন। কীভাবে উলের পোশাক পরে তার সারা শরীরে অ্যালার্জি হয়েছে তা জানিয়েছেন উরফি জাভেদ।

49

উরুর ছবি শেয়ার করে উরফি ফুসকুড়ি দেখান। এবং তার সঙ্গে শেয়ার করেন একটি পোল। যেখানে তিনি সকলের  উদ্দেশ্যে প্রশ্ন করেন শীতকালে এমন অ্যালার্জি কারোর হয় কিনা।

59

নিজের শরীরের ফুসকুড়ির ভিডিও পোস্ট করে উরফি লেখেন-যখনই আমি উলের পোশাকে পরি এমন ঘটনাই আমার সঙ্গে ঘটে। আর এটা একটা গুরুতর সমস্যা।

69

এখানেই থামেননি উরফি, অন্য একটি ভিডিও শেয়ার করে উরফি লেখেন, তাহলে আপনারা বুঝতে পারছেন কেন আমি জামাকাপড় পরি না। আমার শরীরে এই সমস্যা রয়েছে। এবং সেই প্রমাণও আপনাদের দিলাম। ঠিক এই কারণেই আমি এরকম নগ্ন হয়ে থাকি। কাপড় থেকেই আমার শরীরে এলার্জি হয়।
 

79


বোল্ডনেসের জন্য সর্বদাই শিরোনামে থাকেন উরফি জাভেদ। তার অদ্ভুত কীর্তির জন্য হামেশাই নজর কাড়েন উরফি। যত দিন যাচ্ছে ততই যেন আরও বোল্ড হয়ে উঠছেন ফ্যাশন কুইন উরফি জাভেদ।
 

89


খুল্লামখুল্লা কাটাছেঁড়া পোশাক হোক কিংবা শাড়ি, বোল্ড লুকের জন্য তিনি ভক্তদের রাতের ঘুম কেড়ে নেন নিমেষে। প্রতিদিন হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। পোশাক পরে হোক কিংবা না পরে ভক্তদের নিমেষে পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ।

99

উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি।  তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়।

click me!

Recommended Stories