ভ্রু কোথায় গেল উরফির, এ কী হাল ফ্যাশনিস্তার, দেখে হতবাক ভক্তরা, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

নয়া অবতারে ফের সকলকে চমকে দিলেন উরফি দিলেন। কালো ভ্রুযুগল উধাও উরফির। যা দেখে চমকে গেছেন ভক্তরা। তবে সত্যিই কি ভ্রুযুগল তুলে ফেললেন নাকি পুরোটাই মেক আপ, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এ কী চেহারা হয়েছে উরফির। প্রথম দেখাতেই এমনটাই বলছেন সকলে। এমনকী আচমকা দেখে আপনিও চমকে উঠতে পারেন। স্টাইল স্টেটমেন্টের জন্য যে এটাও করা সম্ভব, তা উরফির চেয়ে ভাল আর কেউ জানে না। নয়া অবতারে ফের সকলকে চমকে দিলেন উরফি দিলেন। কালো ভ্রুযুগল উধাও উরফির। যা দেখে চমকে গেছেন ভক্তরা। তবে সত্যিই কি ভ্রুযুগল তুলে ফেললেন নাকি পুরোটাই মেক আপ, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

একটু ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে ভ্রু-তে মেকআপ করেছেন অভিনেত্রী, যা গায়ের রঙের সঙ্গে পুরো মিশে গেছে । আর সেই কারণেই চেনা যাচ্ছে না। অনেকটা ভূটানি মেয়েদের মতো দেখতে লাগছে তাকে। তবে ভ্রু না থাকায় তাকে চেনাই যাচ্ছে না। পোশাকেই এনেছেন অন্যরকম ছোঁয়া। বেইজ রঙের প্যান্টের সঙ্গে ব্রালেট পরেছেন উরফিস কিন্তু সেখানেও রয়েছে চমক। বুকের উপর জ্বলজ্বল করছে কতগুলি অক্ষর। আর তাতে ইংরাজিতে লেখা রয়েছে ডার্টি। পায়ে স্নিকার্স পরে ছক ভেঙে নজর কেড়েছেন ফ্যাশনিস্তা।

Latest Videos

 

 

পোশাকের সঙ্গে চুলটাও বেশ কায়দা করে বেঁধেছেন। এমনিতে অন্যান্য সময় খোলা চুলে থাকলেও ভ্রু-হীন অবস্থায় মাথার দুপাশে ঝুঁটি বেধেছেন উরফি, তাও আবার একটা উঁচু, আর একটা নীচু। ঠিক এইরকম সাজেই রাস্তায় বেরিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। যদিও প্রতিবারই তিনি এমনটা চমক দিয়ে থাকেন। তবে এবার ভ্রু-হীন ভাবে প্রকাশ্যে এনে সকলকে রীতিমতো চমকে দিয়েছেন উরফি। উরফি জাভেদের বায়নাক্কা যে অত সহজে থামবার নয়, তা এতদিনে সকলেই বুঝে গেছেন, সোশ্যাল মিডিয়ার হট সেনসেশন প্রতিদিনই নতুন নতুন কর্মকান্ডের জন্য শিরোনামে উঠে আসছেন। বরাবরই খোলামেলা পোশাকের জন্য নেটদুনিয়ায় চর্চায় থাকেন উরফি জাভেদ। এমনকী উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়। তিনি কিছু করা মানেই সেটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।পোশাক বিতর্ক আর উরফির নাম থাকবে না তা আবার হয় নাকি। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি জাভেদ। পোশাকের কারণে শিরোনামে থাকেন উরফি জাভেদ। এমনকী এই পোশাকের জন্যই বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ফ্যাশনিস্তা। এবারও পোশাকের কারণে শিরোনামে উঠে এলেন উরফি জাভেদ। কখনও অন্তর্বাস পরে আবার কখনও শরীর ঢেকে ভক্তদের পাগল করে দেন উরফি।

 

 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata