মায়ের জন্মদিনে আদুরে পোস্ট, বিয়ের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন মেয়ে কিয়ারা

মা জেনেভিভ জাফরিকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে কিয়ারা আদবানি। বিয়ের অনুষ্ঠান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করে মা-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

মিস থেকে মিসেস হলেন বলি অভিনেত্রী কিয়ারা আদবানি। সারা জীবনের মতো পারমানেন্ট বুকিং সেরে ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের পর তারকা জুটির প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। অন্যান্য বলি তারকাদের মতোই গোপনীয়তা বজায় রেখে বিয়ে সেরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সূর্যাস্তের আগে বিয়ে সারলেও কোনও ছবি প্রকাশ্যে আনেননি। রাতের বেলা নিজেদের প্রোফাইল থেকেই বিয়ের ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা।

বিয়ের মন্ডপ থেকেই একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় প্রথম শেয়ার করেন কিয়ারা আদবানি। ইতিমধ্যেই বিয়ের ছবি নেটদুনিয়ায় ভাইরাল। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। বিয়ের সপ্তাহখানেক পর পরিবারের সঙ্গে একগুচ্ছ অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিয়ারা। আজ অভিনেত্রীর মায়ের জন্মদিন। মা জেনেভিভ জাফরিকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে কিয়ারা আদবানি। বিয়ের অনুষ্ঠান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করে মা-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

Latest Videos

 

 

বিয়ের দিন মা জেনেভিভ এবং ভাই মিশেলের সঙ্গে একফ্রেমে ছবি তুলেছেন কিয়ারা। মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠানে পরিবারের সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন কিয়ারা। মা-মেয়ের টুইনিং পোশাক ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মেয়ের বিয়ের দিন ম্যাচিং করে গোলাপী রঙের লেহেঙ্গায় সেজেছিলেন মা জেনেভিভ। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, মা, আমার স্নেহময়ী,যত্নশীল, প্রার্থনাকারী মাকে শুভ জন্মদিন, আমি তোমার মেয়ে হতে পেরে ধন্য। মা ও মেয়ের আদুরে ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে রূপকথার রাজকীয় বিয়ের পর ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ের সেন্ট রেগিস পাঁচতারা হোটেলে জমকালো রিসেপশন বসেছিল সিদ্ধার্থ ও কিয়ারার। বিয়ের দিন সাবেকি সাজে নজর কেড়েছিলেন নববধূ কিয়ারা। গোলাপি রঙের লেহেঙ্গায় তার থেকে চোখ ফেরানো দায় ছিল। রিসেপশনের দিনও পুরোপুরি পশ্চিমী লুকে ধরা দিলেন নবদম্পতি সিদ্ধার্থ ও কিয়ারা। সাদা-কালো পশ্চিমী পোশাকে রাজকীয় লুকে ধরা দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। এদিন কালো রঙের গর্জিয়াস স্যুট পরেছিলেন সিদ্ধার্থ এবং সাদা-কালো লো নেক গাউনে সেজেছিলেন পাঞ্জাবি পরিবারের পুত্রবধূ কিয়ারা আদবানি।সকলের সামনেই বউকে জড়িয়ে ধরে ছবিতে পোজও দিয়েছেন সিদ্ধার্থ, যা সকলের নজর কেড়েছে। সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল পুরো হোটেলের লবি। তার মাঝেই লেখা সিদ্ধার্থ ও কিয়ারার আদ্যক্ষর এস ও কে। সেই ফুলের ডেকোরেশনের সামনে দাঁড়িয়ে একের পর এক ছবিতে পোজ দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা।

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News