Urfi Javed: খাঁজ কাটা কালো পোশাকে ক্যামেরায় ধরা দিলেন উরফি জাভেদ

আবারও উদ্ভট পোশাকে উরফি জাভাদ। এবার আর সোশ্যাল মিডিয়ায় নয়। একদমই প্রশাক্যে কালো রঙের পোশাকে দেখা গেল হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীকে।

 

Saborni Mitra | Published : Sep 11, 2023 3:31 PM IST
19
উরফি জাভেদ

উরফি জাভেদ মানেই পোশাক চর্চা। নিত্যনতুন উদ্ভট পোশাক পরে তিনি চমকে দেন নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় রীতিমত সক্রিয় উরফি

29
সোশ্যাল মিডিয়ায় উরফি

সোশ্যাল মিডিয়ায় উরফিকে নিত্যদিনই আজব পোশাকে দেখা যায়। সেই পোশাকগুলি তাঁরই মস্তিস্ক প্রসূত। তিনি তেমনই দাবি করেন।

39
ব্ল্যাক ড্রেসে উরফি

কালো পোশাকে উরফি। শুধু স্তন ঢাকা টুপে। একটি শর্ট স্কার্টও পরেছেন কালো রঙের। যা শুধুই যৌন আবেদন বাড়ায়।

49
খাঁজ কাটা কালো পোশক

খাঁজ কাটা কালো পোশাকে ক্যামরা বন্দি উরফি। বেরিয়ে রয়েছে তাঁর নাভি। রীতমত যৌন উন্মাদনা ছড়িয়ে গেলেন অভিনেত্রী।

59
উরফি জাভেদের আজব পোশাক

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন উরফি যেখানে তিনি শুধুমাত্র শার্ট তৈরি একটি একটি পোশাক পরেছিলেন।

69
টিব্যাগ থেকে শুরু করে গাড়ির পোশাক

উরফিকে সোশ্যাল মিডিয়ায় টি ব্যাগ থেকে শুরু করে খেলনা গাড়ি দিয়ে তৈরি পোশাকেও দেখা গিয়েছে। এমন পোশাকেই অভিনেত্রী রীতিমত স্বাচ্ছন্দ্য।

79
উরফির আয়

তবে এখনও পর্যন্ত কোনও ছবিতে অভিনয় করেননি উরফি। কিন্তু প্রচুর সম্পত্তি করেছেন তিনি। টেলিভেশনে কাজ করলেও তেমন জনপ্রিয়তা নেই। তবে পোশাকের জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় প্রবল জনপ্রিয়।

89
উরফির সম্পত্তি

উরফি জাভেদের মোট সম্পত্তির পরিমাণে প্রায় ১৭০ কোটি টাকা। মাসিক আয় ১.৮ কোটি থেকে শুরু করে ২২ কোটি টাকা। তিনি ১৫০ কোটির রিয়েল এস্টেটেরও মালিক।

99
আয়ের উৎস

উরফির আয়ের একটি বড় উৎস হল মডেলিং আর সোশ্যাল মিডিয়ায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos