প্যান্ট ছাড়াই রাস্তায় বেরিয়ে গেলেন উরফি, পাপারাৎজিদের থেকেন পেলেন 'পরম সুন্দরী' তকমা

Published : Feb 27, 2023, 04:55 PM IST
Urfi Javed Attempt To Suicide

সংক্ষিপ্ত

নীল রঙের ফিশ প্রিন্টেড পোশাক পরে পাপারাৎজির ক্যামেরায় পোজ দিলেন উরফি। প্যান্ট না পরে রাস্তায় বেরোতেই উরফিকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। তারপরেই শুরু হয় একের পর এক ছবিতে ক্লিক।

মন যেটা চায়, সেটাই তিনি করেন। তাকে আটকানোর সাধ্য কারোর নেই। কারণ ফ্যাশন নিয়ে তার মতো এক্সপেরিমেন্ট আর কে-ই বা করে। এবার প্যান্ট না পরে রাস্তায় বেরিয়ে শোরগোল ফেলে দিলেন উরফি জাভেদ। নীল রঙের ফিশ প্রিন্টেড পোশাক পরে পাপারাৎজির ক্যামেরায় পোজ দিলেন উরফি।

প্যান্ট না পরে রাস্তায় বেরোতেই উরফিকে ঘিরে ধরেন পাপারাৎজিরা। তারপরেই শুরু হয় একের পর এক ছবিতে ক্লিক। মাছের মতো প্রিন্টেড পোশাকে সঙ্গে হাই হিল সাদা রঙের জুতো পরেছেন ফ্যাশনিস্তা। পোশাকের সঙ্গে টেনে বাধা চুল। পাপারাৎজিদের মধ্যে একজন পরম সুন্দরী বলেও ডেকেছেন উরফিকে। তবে পাপারাৎজিরা তাকে পরম সুন্দরী বললেও প্যান্ট না পরায় চরম ট্রোলড হয়েছেন উরফি জাভেদ।

 

 

পোশাকের কারণে শিরোনামে থাকেন উরফি জাভেদ। এমনকী এই পোশাকের জন্যই বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ফ্যাশনিস্তা। পোশাক বিতর্ক আর উরফির নাম থাকবে না তা আবার হয় নাকি। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি জাভেদ। বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়। ফের শরীরী উষ্ণতায় নেটদুনিয়ায় পারদ চড়ালেন উরফি জাভেদ। বিগ বস ওটিটির প্রতিযোগী উরফি জাভেদকে নিয়ে চর্চা চলেই আসছে। গত বছর বিগ বস ওটিটি-তে অংশ নেওয়ার পর থেকেই লাইমলাইটে রয়েছেন উরফি জাভেদ। হাল ফ্যাশনে ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি। ফের নয়া পোশাকে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন উরফি। কখনও পাথর, কখনও ব্লেড, কখনও সুতো দিয়ে নিজেকে জড়িয়ে নেন উরফি।উন্মুক্ত শরীর দেখিয়ে হামেশাই রাস্তায় বেরিয়ে পড়ছেন উরফি। এবারও তার অন্যথা হল না। জামাকাপড় শরীরে না রাখাটাই যেন ফ্যাশন স্টেটমেন্ট। ভক্তদের নজর কাড়তেই নিত্যদিন এমন উদ্ভট ফ্যাশনে সকলকে চমকে দিচ্ছেন উরফি জাভেদ। কাউকেই পরোয়া করেন না ফ্যাশনিস্তা। নগ্নতাই যেন উরফির সাফল্যের মূল মন্ত্র। উন্মুক্ত শরীর দেখিয়ে হামেশাই রাস্তায় বেরিয়ে পড়েন উরফি। এবারও প্যান্ট ছাড়া রাস্তায় বেরিয়ে চরম ট্রোলড হলেন ফ্যাশনিস্তা। 

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?