হিন্দুদের কটাক্ষের মুখে পড়েছেন বারে বারে, তাও রামলালা ‘প্রাণপ্রতিষ্ঠা’ উপলক্ষ্যে বিশেষ পুজোর করলেন উরফি

Published : Jan 22, 2024, 02:27 PM ISTUpdated : Jan 22, 2024, 02:36 PM IST
urfi javed

সংক্ষিপ্ত

মন্দির প্রতিষ্ঠা নিয়ে বহু দিন ধরে খবরে ছিলেন মোদী। আজ সকাল থেকে মন্দির চত্বরে উপস্থিত বহু বলিউড তারকা।

সারা বিশ্ব জুড়ে চলছে উৎসব। আজ রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায়। যে মন্দির প্রতিষ্ঠা নিয়ে বহু দিন ধরে খবরে ছিলেন মোদী। আজ সকাল থেকে মন্দির চত্বরে উপস্থিত বহু বলিউড তারকা।

তালিকায় আছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, কঙ্গনা থেকে জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। আছেন মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে। তেমনই থাকবেন রজনীকান্ত, ধনুশ, মধুর ভান্ডারকর, অনুপম খের, কঙ্গনা রানাওয়াত, শেফালি শাহ, অনু মালিক, আদিনাথ মঙ্গেশকর, সোনু নিগম, মনোহ জোশী, রবি কিষাণ, রণদীপ হুডা, বিবেক ওবেরয়ের মতো বহু তারকা। সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সকল তারকাদের ছবি। আর এবার বাড়ি বসেই নজর কাড়লেন উরফি।

 

 

অদ্ভুত ফ্যাশন সেন্সের কারণে বারে বারে খবরে আসেন উরফি। প্রায়শই নানান পোশাক পরে তিনি লাইম লাইট কাড়েন। বোল্ড পোশাকের কারণে সব সময় শিরোনাম তৈরি করে থাকেন উরফি। এবার একেবারে ভিন্ন কারণে খবরে এলেন নায়িকা। আজ এই বিশেষ দিনে নিজের বাড়িতে পুজো করলেন নায়িকা। সদ্য একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে বাড়িতে হোম করছেন নায়িকা। পরনে নীল রঙের পোশাক। তবে, আজ খোলামেলা নয় বরং একেবারে সাধারণ সাজে দেখা গেল তাঁকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মাটিতে বসে উরফি। সামনে হোম কুণ্ড। পাশে বসে পন্ডিত। নিজের বাড়িতে পুজোর এই ছবি শেয়ার করলেন নায়িকা। আজ এই বিশেষ দিনে ভিডিও শেয়ার করলেন নায়িকা। রাম মন্দির না গিয়েও খবরে এলেন নায়িকা। এবার কোনও অদ্ভুত সাজ নয়, বরং পুজো করে খবরে এলেন উরফি জাভেদ। সেই ছবি পোস্ট করলেন উরফি জাভেদ। 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Kangna Ranaut: ঝাঁটা হাতে রাস্তায় নামলেন কঙ্গনা, মুহূর্তে ভাইরাল হল ভিডিও

‘এটাই আসল দীপাবলি’ রাম মন্দির উদ্বোধনে এসে বললেন অনুপম খের, ভাইরাল হল ভিডিও

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক