সংক্ষিপ্ত

আজ উপস্থিত থাকছে রজনীকান্ত, ধনুশ, মধুর ভান্ডারকর, অনুপম খের, কঙ্গনা রানাওয়াত, শেফালি শাহ, অনু মালিক, আদিনাথ মঙ্গেশকর, সোনু নিগম, মনোহ জোশী, রবি কিষাণ, রণদীপ হুডা, বিবেক ওবেরয়ের মতো বহু তারকা।

ইতিমধ্যে বলিউডের বহু তারকা উপস্থিত হয়েছেন রাম মন্দিরে। শুরু হয়ে গিয়েছে, রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা-র অনুষ্ঠান। আজ মন্দির চত্বরে হাজির হয়েছেন একাধিক তারকা। তালিকায় আছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, কঙ্গনা থেকে জ্যাকি শ্রফ, ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। আছেন মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনে। তেমনই থাকবেন রজনীকান্ত, ধনুশ, মধুর ভান্ডারকর, অনুপম খের, কঙ্গনা রানাওয়াত, শেফালি শাহ, অনু মালিক, আদিনাথ মঙ্গেশকর, সোনু নিগম, মনোহ জোশী, রবি কিষাণ, রণদীপ হুডা, বিবেক ওবেরয়ের মতো বহু তারকা।

দুপুর ১২টা ২০ মিনিটে শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। তেমনই তা শেষ হবে দুপুর ১টায়। এরপর ভাষণ দেবেন মোদী। এদিন রামমন্দির পৌঁছে বিশেষ বার্তা দিলেন অনুপম খের। লিখেলেন, এটাই আসল দীপাবলি।

রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আজ সারা দেশ জুড়ে উৎসবের মেজাজ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠান উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মতো বিজেপি শাসিত রাজ্যের সোমবার পূর্ণ দিবস ছুটি। রবিবার পূর্ণ দিবস ছুটি। রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ওড়িশা, সিকিম এবং অসমে সোমবার অর্ধদিবস ছুটি।

 

View post on Instagram
 

 

সে যাই হোক, সদ্য ভাইরাল হয়েছে আরও এক ভিডিও। যেখানে অনুপম খেরকে দেখা গিয়েছে। মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে তাঁকে। মন্দিরের পুরোহিত তাঁকে মালা পরিয়ে দিয়েছেন তাঁকে।

সব মিলিয়ে আজ সেজে উঠেছে মন্দির চত্বর। শুধু অযোধ্যা নয় সারা দেশ জুড়ে সাজো সাজো রব আজ। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। সব মিলিয়ে জমিয়ে চলছে অনুষ্ঠান। আজ সকল অতিথিরা সেখানে উপস্থিত হয়েছেন। পুজো দেবেন সকলে। সারা দেশ থেকে রাম ভক্তরা উপস্থিত হয়েছেন সেখানে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Ram Mandir Video: রাম মন্দিরে তারকাদের ভিড়ে শচিন-রণবীর-আলিয়া-অমিতাভ, সুরের মূর্ছনায় ভরিয়ে তুললেন সোনু-অনুরাধা

অমিতাভ থেকে রজনীকান্ত- আজ রাম মন্দির উদ্বোধনে হাজির থাকছেন একাধিক তারকা, রইল তালিকা