Veere The Wedding 2: ফ্লোরে যেতে প্রস্তুত ভিরে দ্য ওয়েডিং ২, নতুন চমক নিয়ে আসছে সিক্যুয়েল ছবি

Published : Jul 25, 2023, 03:04 PM IST
veere di wedding

সংক্ষিপ্ত

২০১৮ সালের সাফল্যের দীর্ঘদিন পর আসছে সিক্যোয়েল ছবিটি। শীঘ্রই শ্যুটিং শুরু হবে। প্রথম দিকের কিছু অংশের কাজ শেষ হয়ে গিয়েছে। স্ক্রিপ্টও তৈরির কাজও শেষ। এরা শুরু হবে শ্যুটিং।

ফের খুশির খবর বক্স অফিসে। তৈরি হচ্ছে ভিরে দ্য ওয়েডিং ২। ২০১৮ সালের সাফল্যের দীর্ঘদিন পর আসছে সিক্যোয়েল ছবিটি। চলছে ফ্লোরে যাওয়ার প্রস্ততি।

বর্তমানে চলছে সিক্যুয়েল ছবির ট্রেন্ড। একের পর হিট ছবির সিক্যুয়েল তৈরি করছেন পরিচালক। সেই ট্রেন্ড বজায় রেখে আসছে ভিরে দ্য ওয়েডিং ২। চার বন্ধুর কাহিনি নিয়ে তৈরি ভিরে দ্য ওয়েডিং। শষাঙ্ক ঘোষ পরিচালিত ছবিতে রিয়া কাপুর, একাতা কাপুর, নিখিল দ্বিবেদী প্রযোজনা করেছিলেন ছবিটি। সে সময় ব্যাপক সফল হয় ভিরে দ্য ওয়েডিং। করিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্বর, শিখা তাসানিয়াকে দেখা গিয়েছিল প্রধান চরিত্রে।

শোনা যাচ্ছে, ফের একবার জুটি বাঁধছেন রিয়া কাপুর, একাতা কাপুর, নিখিল দ্বিবেদী। আসছে ভিরে দ্য ওয়েডিং।। ২০১৮ সালে মুক্তি পায় ভিরে দ্য ওয়েডিং। তার এতগুলো বছর পর আসছে ছবির সিক্যুয়েল। গত বছর ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। ইতিমধ্যে হয়ে গিয়েছে বড় অংশের শ্যুটিং। এবার আসছে ছবিটি। এবারও ছবি প্রোযজনা করছেন একতা কাপুর ও রিয়া কাপুর। ২৮,০০০,০০০, ০০০ কোটি টাকা খরচ হয়েছিল ছবিটি তৈরি করতে। আর সে সময় ছবিটি আয় করেছিল ১৩৯,০০০,০০০ টাকা। একেবারে ভিন্ন ধরনের গল্প নিয়ে মুক্তি পেয়েছিল ছবিটি। চার বন্ধুর তাদের জীবনে কী কী বাস্তব পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তা নিয়ে ছিল ছবিটি। ছবিটি সে সময় ব্যাপক সফল হয়েছিল। ৬৪ তম ফিল্মফেয়ার পুরস্কারে মোনিত হন শিখা তালসানিয়া ও স্বরা ভাস্করের ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য।

ভিরে দ্য ওয়েডিং ছবিতে করিনা কাপুর খান, সোনম কাপুর আহুজা, শিখা তালসানিয়া, স্বরা ভাস্বর ছিলেন। এবার শোনা যাচ্ছে, করিনা কাপুর, টাব্বু ও কৃতি শ্যানন থাকছেন। ছবির পরিচালনা করছেন রাজেশ খান্না। জানা গিয়েছে, করিনা কাপুর ঘুরতে গিয়েছিলেন। সে কারণে ছবির ছুটি আপাতত বন্ধ। শীঘ্রই শ্যুটিং শুরু হবে। প্রথম দিকের কিছু অংশের কাজ শেষ হয়ে গিয়েছে। স্ক্রিপ্টও তৈরির কাজও শেষ। এরা শুরু হবে শ্যুটিং। আগামী বছর মুক্তি পাবে এই সিক্যুয়েল ছবি। তবে, ভিরে দি ওয়েডি শুধ নয়। একাধিক হিট ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। তালিকায় আছে ওমজি ২, কিক, কৃষ থেকে শুরু করে আরও কত কী। এবার সেই তালিকায় যোগ হল ভিরে দ্য ওয়েডিং।

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত