কিংবদন্তি কৌতুকাভিনেতা আসরানির মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। প্রায় পাঁচ দশক ধরে বলিউডে রাজত্ব করেছেন তিনি। তাঁর হঠাৎ প্রয়াণে শোকের ছায়া সর্বত্র। কমেডি চরিত্রে বারে বারে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। অভিনয় করেছেন আরও অনেক চরিত্রে। তাঁর অভিনীত শেষ দুটি ছবি মুক্তি পাবে আগামী বছর। সুতরাং, মৃত্যুর পরেও ভক্তদের আরও একবার হাস্যরস জোগাবেন তিনি।
রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, ঋষি কাপুর থেকে অক্ষয় একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর আকষ্মিক প্রয়াণে শোকের ছায়া সর্বত্র।
কিন্তু, কেন তাঁকে দাহ করার পর প্রকাশ করা হল তাঁর মৃত্যু খবর? এই প্রশ্ন সর্বত্র। জানা গিয়েছে, স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি ৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার দীপাবলির মুখেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তবে, অভিনেতার পারিবারিক সূত্রের খবর, অভিনেতা তাঁর স্ত্রী মঞ্জুকে শেষ ইচ্ছার করা জানিয়ে গিয়েছেন। গতকালই তাঁর ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে সান্তাক্রুজ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আর এটাই ছিল তাঁর শেষ ইচ্ছে। তিনি চেয়েছিলেন, তাঁর শেষকৃত্যে যেন পরিবার ছাড়া আর কেউ উপস্থিত না থাকেন। আসরানির ম্যানেজার, বাবু ভাই থিবা এএনআই-কে জানিয়েছেন, "আসরানি আজ বিকেল ৩টের সময় জুহুর আরোগ্য নিধি হাসপাতালে মারা গেছেন। তাঁর পরিবারে স্ত্রী, বোন এবং ভাগ্নে রয়েছেন।"
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ অভিনেতা আসরানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সিনেমার জগতে অভিনেতার অবদান স্মরণ করে বলেন, আসরানির অভিনয় মানুষের জীবনে আনন্দ আর হাসি এনে দিয়েছে। এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “শ্রী গোবর্ধন আসরানি জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন প্রতিভাবান বিনোদনকারী এবং সত্যিকারের বহুমুখী শিল্পী হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের বিনোদন দিয়েছেন। তিনি তাঁর অবিস্মরণীয় অভিনয়ের মাধ্যমে অগণিত মানুষের জীবনে আনন্দ এবং হাসি যোগ করেছেন।”
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।