মধ্যবিত্ত পরিবারের এক মিষ্টি দম্পতির গল্প নিয়ে আসছে ‘যারা হাটকে জারা বাচকে’, ছবির প্রচারে ভিকি-সারা

সম্প্রতি ‘যারা হাটকে জারা বাচকে’ ছবির প্রচারে হাজির হলেন ভিকি কৌশল ও সারা আলি খান। রইল তারই ঝলক।

Sayanita Chakraborty | Published : May 15, 2023 9:48 AM IST / Updated: May 15 2023, 03:27 PM IST
110

শীঘ্রই আসছে ‘যারা হাটকে জারা বাচকে’। রূপোলি পর্দায় প্রথমবার জুটি বাঁধবেন সারা আলি খান ও ভিকি কৌশল। এই ছবি নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে মিলল নিশ্চিত খবর। ভিকির জন্মদিনের আগেই প্রকাশ্যে এল ছবির খবর।

210

আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে ‘যারা হাটকে জারা বাচকে’। ১৪ মে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। রোম্যান্টিক নাকি নাটকীয়? কেমন হবে আমাদের এই ছবির গল্প? কী মনে করছেন আপনারা? আগামীকাল মুক্তি পাবে আমাদের ছবি জারা হাটকে জারা বাচকের ট্রেলার। আগামী ২ জুন মুক্তি পাবে এই ছবি।

310

সম্প্রতি, প্রকাশ্যে এসেছে সারা ও ভিকি কৌশলের ছবি। হলুদ রঙের শাড়িতে দেখা যাচ্ছে সারা আলি খানকে। হলুদ সিফন শাড়ির সঙ্গে হলুদ ব্যাকলেস ব্লাউজ পরেছিলেন। হাতে ছিল হলুদ চুরি। কানে ছিল ঝুমকো।

410

ভিকির পরনে ছিল জিন্স ও টি শার্ট। ডেনিম জিন্সে দেখা গেল ভিকিকে। সঙ্গে ছিল সাদা টি শার্ট। এর সঙ্গে পরেছিলেন জিন্সের জ্যাকেট। চোখে ছিল কালো চশমা। পায়ে ছিল সাদা রঙের স্নিকার্স।

510

ঢোল বাজিয়ে ছবির প্রোমোশন করেন ভিকি। এই দিন ঢোলে তালে সারা ও ভিকিকে নাচতেও দেখা যায়। জমিয়ে ‘যারা হাটকে জারা বাচকে’ ছবির প্রমোশন করেন সারা আলি খান ও ভিকি কৌশল।

610

গ্রীষ্মের গরমে উপেক্ষা করে ‘যারা হাটকে জারা বাচকে’ ছবির প্রোমোশন করলেন ভিকি কৌশল ও সারা আলি খান। রৌদ ঝলমলে সকালে দেখা গেল দুই তারকাকে। এভাবে তারা প্রোমোশনের সঙ্গে উদযাপন করলেন ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।

710

১৫ মে প্রকাশ্যে আসে ছবির ট্রেলার। এক মধ্যবিত্ত পরিবারের দম্পতির কাহিনি নিয়ে তৈরি ‘যারা হাটকে জারা বাচকে’। ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, ইন্দোরের এক মধ্যবিত্ত পরিবারের দুই ছেলে মেয়ের বিবাহিত জীবনের গল্প।

810

বিয়ের পর সব ঠিক ঠাক চলছিল। প্রেম ছিল দুজনের মধ্যে। কিন্তু, হঠাৎ বিপত্তি। বদলে যায় সম্পর্ক। ধীরে ধীরে তিক্ত হয়ে যায় সম্পর্ক। দুজনে স্থির করে ডিভোর্স করবে।

910

কোর্ট পর্যন্ত কেস গড়ায়। কিন্তু, ফের রং লাগে তাদের সম্পর্কে। সত্যিই ডিভোর্স হবে নাকি হবে উল্টোটা তা জানতে গেলে দেখতে হবে ‘যারা হাটকে জারা বাচকে’।

1010

সে যাই হোক, আর কটা দিনের অপেক্ষা। ২ জুন মুক্তি পাবে ‘যারা হাটকে জারা বাচকে’। ছবিটি যে কমেডি ছবি তা বলার অপেক্ষা রাখে না। কমেডি ঘরানারা এই ছবি দর্শক মনে কতটা ছাপ ফেলে এখন তারই অপেক্ষা।

Share this Photo Gallery
click me!

Latest Videos