Vicky Kaushal: নতুন সদস্য আসতে চলেছে ভিকি-ক্যাটরিনার জীবনে? অভিনেতার মন্তব্যে জল্পনা

Published : Sep 14, 2023, 07:28 PM IST
Katrina Kaif vicky kaushal

সংক্ষিপ্ত

নতুন সদস্য আসতে চলেছে ভিকি-ক্যাটরিনার জীবনে? ইঙ্গিতে এমনটাই জানালেন তারকা জুঁটি।

নতুন সদস্য আসতে চলেছে ভিকি-ক্যাটরিনার জীবনে? ইঙ্গিতে এমনটাই জানালেন তারকা জুঁটি। বিয়ের দু'বছর পর অবশেষে এবার সন্তান নেওয়ার কথা ভাবছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দু'বছর ডেট করার পর অবশেষে ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছিলেন তাঁরা। এই প্রসঙ্গে বলিতারকাকে সাংবাদিকদের প্রশ্ন ছিল, পরিবারের তরফ থেকে কি তাঁদের উপর কোনও চাপ আছে? এই প্রশ্নের উত্তরে ভিকি জানিয়েছেন,'কেউ চাপ দিচ্ছ না, তাঁরা খুবই ভালো মানুষ।' তিনি আরও বলেন,'প্রথম যারা জানতে পেরেছিল যে আমি ক্যাটরিনা কাইফের সঙ্গে ডেট করছি, তারা ছিলেন আমার মা এবং বাবা। এখনও এমন দিন আসেনি যে যে তারা পাপারাজ্জিদের কাছ থেকে এটি সম্পর্কে জানতে পারবে, তাই তার আগেই আমি জানিয়ে দিয়েছিলাম।' তিনি আরও যোগ করেন ক্যাটরিনার মত একজন অভিনেত্রী ভিকিকে ডেট করছে তা প্রথমে মানতে চাননি ভিকির বাড়ির লোক।

 

 

সম্প্রতি নিখিল তানেজার সঙ্গে একটি সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন,'আমি যে বাস্তবতাকে মেনে নিতে পারি, সেই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে আমার সমস্যা হয়েছিল।' ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন,' এই কারণগুলি কখনই ক্যাটরিনার প্রেমে পড়ার কারণ ছিল না। যখন আমি তার মানবিক দিকটির সঙ্গে পরিচিত হই, আর সেই দিকটিই আমাকে তাঁর প্রেমে পড়তে বাধ্য হয়। আমি জানতাম যে আমি তাকে আমার জীবন সঙ্গী হিসাবে পেতে চাই, আর কিছুই গুরুত্বপূর্ণ নয়।'

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল