ভাইরাল হল আয়ুষ্মানের পুরনো ভিডিও, পাকিস্তানের স্তুতি গেয়ে বিপাকে অভিনেতা

Published : Jan 27, 2024, 03:48 PM IST
Ayushman Khurana

সংক্ষিপ্ত

ফের একবার খবরে আয়ুষ্মান। রাম ভক্ত আয়ুশেক কন্ঠে শোনা গেল পাকিস্তানের স্তুতি। এক বিতর্কের কারণে খবরে এলেন তিনি।

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন রজনীকান্ত, ধনুশ, মধুর ভান্ডারকর, অনুপম খের, কঙ্গনা রানাওয়াত, শেফালি শাহ, অনু মালিক, আদিনাথ মঙ্গেশকর, সোনু নিগম, মনোহ জোশী, রবি কিষাণ, রণদীপ হুডা, বিবেক ওবেরয়ের মতো বহু তারকা। অযোধ্যায় উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা। সেখানে ভাইরাল হয়েছিল অভিনেতার ছবির। সাদা পোশাকে হাজির হয়েছিলেন তিনি। প্রকাশ্যে আসে অভিনেতার রাম ভক্তির কথা। আর এবার ফের একবার খবরে আয়ুষ্মান। রাম ভক্ত আয়ুশেক কন্ঠে শোনা গেল পাকিস্তানের স্তুতি। এক বিতর্কের কারণে খবরে এলেন তিনি।

সম্প্রতি আয়ুষ্মান খুরানার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এই কনসার্টে অভিনেতাকে দিল দিল পাকিস্তান গানটি গাইতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা নিমেষে হল ভাইরাল। ভারতীয়রা রীতিমত গায়কের নিন্দে করছেন।

 

 

এক ব্যক্তি এদিন এই ভিডিও পোস্ট করেন। তারপরই ৩৯ বছর বয়সী এই অভিনেতার কাজের রীতিমতো নিন্দা সকলে। সেখানে এক ব্যক্তি লেখেন যে, বলিউড তারকার টাকার জন্য যা খুশি তাই করতে পারেন। আসলে এই গানটি একটি দেশাত্মবোধ গান। একই সঙ্গে এটিকে পাকিস্তানের অঘোষিত জাতীয় সঙ্গীত বলেও ধরা হয়ে থাকে।

জানা গিয়েছে, ২০১৭ সালের দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া একটি কমসার্টের ক্লিপ এটি। পাকিস্তানের জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রথমে গানটি শুরু করেন তাঁর সঙ্গে পরে যোগ দেন আয়ুষ্মান। এই অনুষ্ঠানটি দুই দেশের সম্প্রীতির জন্য করা হয়েছিল। সদ্য ভাইরাল হল পুরনো সেই ভিডিও। যা দেখে হতাশ আয়ুষ্মানের ভক্তরা। কেন সে এমন গান গাইল তা নিয়ে উঠেছে প্রশ্ন। নানান জন্য এই গান নিয়ে নানান মন্তব্য করেছেন।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোশালা পরিদর্শন, পশু কল্যাণে ১১ লক্ষ টাকার অনুদান দিলেন অভিনেতা সোনু সুদ
বলিউডে পার করলেন ৩০টা বছর, এই বিশেষ দিনে আবেগঘন পোস্ট করলেন রানি মুখোপাধ্যায়