Viral Video: এ কি কাণ্ড! বিমানবন্দরে প্রভাসের গালে আচমকা চড় মেরে দিলেন তরুণী

Published : Oct 03, 2023, 07:56 PM ISTUpdated : Oct 04, 2023, 11:10 AM IST
Prabhas

সংক্ষিপ্ত

সেলফি তোলার পরেই আচমকা চড়! তরুণীর কাণ্ড দেখে হতবাক হয়ে গেলেন ‘বাহুবলী’ নিজেও। 

ভক্তদের সঙ্গে তারকাদের ছবি তোলা এক অতি পরিচিত ঘটনা। কিন্তু, সেই কাজ করতে গিয়ে যদি বিড়ম্বনার মুখে পড়তে হয়, তাহলে 'তারকা' ভাবমূর্তিতে আঘাত লাগতে পারে অবশ্যই। সম্প্রতি ‘বাহুবলী’ -খ্যাত অভিনেতা প্রভাসের ক্ষেত্রে দেখা গেল এমনই এক ঘটনা। যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিমানবন্দর থেকে হাসিমুখে বেরোচ্ছেন অভিনেতা। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই বিমানবন্দরে উপস্থিত মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে। সেই ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এলেন এক তরুণী। প্রভাসের সঙ্গে ছবি তোলার জন্য তিনি অনুরোধ জানালেন। প্রভাস অনুমতি দেওয়ার পর তিনি একটি সেলফি তুললেন। 

সেলফি তোলার পরেই অত্যন্ত আনন্দিত হয়ে পড়তে দেখা যায় ওই তরুণীকে। উত্তেজনার বসে তিনি ডান হাত দিয়ে প্রভাসের গাল ছোঁয়ার জন্য লাফিয়ে ওঠেন। কিন্তু, গালে হাত এতটাই অঘটনবশত ছুঁয়ে যায় যে, দেখলে মনে হবে, তিনি আলতো করে চড়ই মেরে ফেললেন অভিনেতার গালে। এই আলতো ‘চড়’ খেয়ে নিজেই নিজের গালে হাত রাখলেন প্রভাস। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে প্রভাসের ভক্তরা মোটেই বিষয়টা খুব-একটা পছন্দ করেননি। অভিনেতার সম্মানহানি হল বলে মনে করেছেন অনেকে। যদিও ভিডিওটি ২০১৯ সালে পোস্ট করা হয়েছিল। কিন্তু, ২০২৩-এ আবার ঘুরেফিরে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। 
 

 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত