'ওরা আমার বুকে হাত দিয়েছে', বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী অর্চনা গৌতমের

Published : Oct 03, 2023, 10:00 AM ISTUpdated : Oct 03, 2023, 11:33 AM IST
archan

সংক্ষিপ্ত

বললেন, ‘ওরা আমাদের অফিসে ঢুকতে দেয়নি, গেটও খোলেনি। আমাদের বলা হয়েছিল, ওপর থেকে আদেশ পেয়েছি যে আপনাকে অনুমতি দেওয়া হয়নি।’

শুক্রবার থেকে খবরে অর্চনা গৌতম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। যেখানে দেখা যায় কংগ্রেস পার্টি অফিসের সামনে অর্চনা গৌতমকে মারধর করা হচ্ছে।এই ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রীকে সমর্থন করেন তার ভক্তরা। নিরাপত্তা দাবি করেন সকলে।

বিগ বস সিজল ১৬-তে দেখা গিয়েছিল অর্চনা গৌতমকে। সে সময় খ্যাতি পেয়েছিলেন নায়িকা। তিনি বিগ বস সিজন ১৬ জয় করতে না পারলেও সে সময় সকলের নজর কাড়েন অর্চনা গৌতম। সদ্য ভাইরাল হল তাঁর একটি ভিডিও। যেখানে কংগ্রেস অফিসের সামনে সমস্যায় পড়তে দেখা গিয়েছে নায়িকাকে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন অর্চনা গৌতম।

সদ্য নয়াদিল্লিতে কংগ্রেস পার্টি অফিসের বাইরে হামলা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অর্চনা গৌতম। বললেন, ‘ওরা আমাদের অফিসে ঢুকতে দেয়নি, গেটও খোলেনি। আমাদের বলা হয়েছিল, ওপর থেকে আদেশ পেয়েছি যে আপনাকে অনুমতি দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমি সেখান থেকে পালিয়ে গিয়ে কোনওরকমে আমার জীবন বাঁচিয়েছি। আমি শুধু তাদের অভিনন্দন জানাতে সেখানে গিয়েছিলাম। ভেবেছিলাম আমাকে সুন্দরভাবে স্বাগত জানানো হবে। কারণ, বিগ বস শেষ হওয়ার পর থেকে আমি পার্টি অফিসে যাইনি। এমন মহিলাও ছিল যারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। আমি আশ্চর্য হই কীভাবে তারা করুণ অনুভব করে।’

এক সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী বলেন, ‘আমার বাবা আহত হয়েছেন। আমার ড্রাইভারের মাথায় আঘাত করেছে। এটা সঠিক কাজ নয়। আমি এখনও ভালো আছি। শীঘ্রই সাংবাদিক সম্মেলন করে সত্য প্রকাশ করব।’ তিনি আরও বলেন, ‘আমি রাস্তার ধারে পার্ক করা গাড়িতে ধাক্কা মারছিলাম। আশা করেছিলাম যে এর মধ্যে আমি লুকিয়ে থাকতে পারব। তখন তারা আমার চুল টেনে ধরেছিল। এটা অন রোড রেপ। এর থেকে কোনও অংশে কম ছিল না। হাত জোড় করে তাদের কাছে অনুরোধ করলাম। আমার বাবা খুব ভয় পেয়েছিলাম।’

এদিকে শুক্রবার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল, দিল্লিতে কংগ্রেসের এক দফতরে বাবার সঙ্গে ঢুকতে যাচ্ছেন অর্চনা। কিন্তু, সে সময় বাধা পান তিনি। কংগ্রেসের কিছু কর্মী ও সমর্থকরা তাঁকে আক্রমণ করে। ইট তুলে তাঁকে মারতে যায় কেউ কেউ। পার্টি অফিসে আর ঢুকতে পারেননি তিনি। হেনস্থার শিকার হয়েছিলেন অর্চনা। এবার তা নিয়ে মুখ খুললেন নায়িকা। ক্ষোভ প্রকাশ করলেন নায়িকা।

 

আরও পড়ুন

ডিনার ডেটে অর্জুন ও মালাইকা, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে জনসমক্ষে মাখোমাখো প্রেম দুই তারকার

‘দ্য মেকিং অফ মহাত্মা’ থেকে ‘হে রাম’- গান্ধীজির জীবন নিয়ে তৈরি এই কয়টি বলিউড ছবি, দেখে নিন এক ঝলকে

Lal Bahadur Shastri: এই চার বলিউড ছবিতে উঠে এসেছে লাল বাহাদূর শাস্ত্রীর জীবনের একাধিক দিক, রইল ছবির তালিকা

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত