লরেন্স বিষ্ণোইয়ের প্রশংসা করলেন বিবেক ওবেরয়, ভাইরাল হল ভিডিও, বাড়ল কি সলমন সঙ্গে শত্রুতা?

Published : Oct 15, 2024, 04:39 PM ISTUpdated : Oct 15, 2024, 04:41 PM IST
powerful people in bollywood decided i will not get work vivek oberoi point fingers to salman khan

সংক্ষিপ্ত

সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডের পর থেকে আলোচনায় থাকা লরেন্স বিষ্ণোইয়ের প্রশংসা করলেন বিবেক ওবেরয়। সলমন খানের সাথে বিবেকের শত্রুতার কারণে এই প্রশংসা নতুন করে আলোচনায় উঠে আসে। 

সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডের পর থেকে খবরে আসেন লরেন্স বিষ্ণোই। সদ্য তিনি স্বীকার করছেন তিনি এনসিপি (অজিত) নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের করিয়েছিলেন। তাছাড়া সলমন খানকে প্রাণনাশের হুমকি দিয়েও খবরে এসেছেন লরেন্স বিষ্ণোই। এবার সেই লরেন্স বিষ্ণোইর প্রশংসা করলেন বিবেক ওবেরয়।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকে লরেন্স বিষ্ণোই টার্গেট লিস্টে আছেন সলমন। তিনি প্রাণনাশের হুমকিও দিয়েছেন বহু বার যে কারণে মাঝে নিজের নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ান সলমন। এবার সেই লরেন্স বিষ্ণোই-র প্রশংসা করে খবের বিবেক ওবেরয়।

সদ্য ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে বিবেক বলছেন, আপনারা বিষ্ণোই সমাজের বিষয়ে গুগল করে দেখে নিন, সারা বিশ্বে আপনারা এমনটা দেখতে পাবেন না। কারণ প্রত্যেক ঘরে, আমার বাড়িতেও আমরা গরুর দুধ নিয়ে বাচ্চাদের দিই। সারা দুনিয়ায় শুধু বিষ্ণোই সমাজেই হরিণের মৃত্যু হলে আমাদের বিষ্ণোই মায়েরা তাদের শাবককে নিজেদের বুকে টেনে স্তন্যপান করান।

সলমন খান ও বিবেক ওবেরয় যে একে অপরের শত্রু তা সকলের জানা। ঐশ্বর্য রাই বচ্চনের কারণে শত্রুতা হয়েছিল তাঁদের। শোনা গিয়েছিল, বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বর্য। সে সময় বিবেক-কে হুমকি দিয়েছিল সলমন। সলমনের সঙ্গে ঐশ্বর্যের কথা সকলের জানা। হাম দিল দে চুকে সনম ছবির সেট থেকে আলাপ দুজনের। দীর্ঘদিন প্রেম চললেও তা টেকেনি। তারপর আবার বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বর্য। সেই সময় থেকে বিবেক ও সলমনের সম্পর্কের অবনতি হয়। এর কারণ বিশ্ব সুন্দরী।

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?