Bollywood: দিব্যাকে নিয়ে কালীঘাটে যশ, শহরে শুরু হল অন্য দাম্পত্যের গল্প

কালীঘাটে গিয়ে মা কালীর পুজো দিলেন যশ দাশগুপ্ত আর দিব্যা কুমার। তবে দিব্যার সাজে ছিল পুরোপুরি বাঙালিয়ানার ছোঁয়া। তিনি লাল পাড় শাড়ি পরেছিলেন।

 

অন্য গল্প শুরু হল কলকাতায় । বলি নায়িকা দিব্যা খোসলা কুমারকে লাভলি বলে স্বাগত জানালেন বাংলার অভিনেতা যশ দাশগুপ্ত। আপ্লুত অভিনেত্রী। যাইহোক এখানেই শেষ নয়, হলুদ ট্যাক্সি চড়ানো থেকে কালীঘাটে মায়ের দর্শন সবই করলেন ইয়ারিয়া ২এর অভিনেতা - অভিনেত্রী।

কালীঘাটে গিয়ে মা কালীর পুজো দিলেন যশ দাশগুপ্ত আর দিব্যা কুমার। তবে দিব্যার সাজে ছিল পুরোপুরি বাঙালিয়ানার ছোঁয়া। তিনি লাল পাড় শাড়ি পরেছিলেন। হাতে ছিলে শাঁখা আর পলা। আপকামিং সিনেমা ইয়রিয়া২এর সাফল্য কামনা করেন অভিনেতা আর অভিনেত্রী। ২০১৪ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিলে ইয়ারিয়া। বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। কিন্তু চর্চায় বিষয় ছিল। আট বছর পরে আবারও মুক্তি পেতে চলেছে এই ছবির সিক্যুয়েল। বৃহস্পতিবারই এই ছবির টিজার মুক্তি পেয়েছে। এই ছবিতে যশ আর দিব্যা স্বামীস্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। ব্যস্ত স্বামী যশ, স্ত্রীকে সময় দিতে নারাজ। এইভাবেই গল্প শুরু হয়েছে।

Latest Videos

ইয়ারিয়া ২ দিয়ে বলিউড যাত্রা শুরু করেছেন যশ দাশগুপ্ত। তবে এইযাত্রায় যশ আর দিব্য মোটের ওপর শহর ঘুরে ফেলেছেন। তাঁরা শহরের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানেও গিয়েছিলেন তাঁরা। ইয়ারিয়া ২ ছবির প্রচারও সেরে ফেলেন। এই ছবিতে যশ দিব্যা ছাড়াই রয়েছেন, জাভেদ জাফরির মিজান জাফরি, লিলেট দুবে, টেলিভিশনের জনপ্রিয় মুখ পার্ল ভি পুরী। ছবিটি পরিচালনা করেছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও। ছবিটি পরিচালনা করেছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury