Gadar 2: ফের কমল ছবির আয়, দেখে নিন ২৮ দিনে কত আয় করল সানি-আমিশা অভিনীত ‘গদর ২’

বলিউড রেকর্ড বলছে ২৮ দিনে ৫০২ কোটি টাকা আয় করলে গদর ২। জওয়ান মুক্তির পর কমল ছবির আয়। মাত্র ১.৫ কোটি আয় করল ছবিটি।

প্রায় এক মাস ধরে খবরে রয়েছে ‘গদর ২’। ১১ অগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’। সেই সময় থেকে নানান কারণে খবরে রয়েছে ছবিটি। এবার পার করল ২৮ দিন। দেখে নিন মোট কত আয় করল ছবিটি।

বলিউড রেকর্ড বলছে ২৮ দিনে ৫০২ কোটি টাকা আয় করলে গদর ২। জওয়ান মুক্তির পর কমল ছবির আয়। মাত্র ১.৫ কোটি আয় করল ছবিটি। সব মিলিয়ে মোট আয় দাঁড়াল ৫১০ কোটি। বলিউড রেকর্ড অনুসারে, ছবিটি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। তারপর ১৩ অগস্ট আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। ১৪ অগস্ট আয় হল ৩০ কোটি। ১৫ অগস্ট মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে। ১৬ অগস্ট বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। ১৭ অগস্ট ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ ১৮ অগস্ট আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। তেমনই দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। দ্বিতীয় রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি। তৃতীয় সোমবার আয় হয় ১৪ কোটি। তৃতীয় মঙ্গলবার আয় করেছে ১১.৫০ কোটি। তৃতীয় বুধবার শেষে মোট আয় ৪২০ কোটি। তৃতীয় শুক্রবার শেষে আয় হয়েছিল ৪২৫ কোটি। তৃতীয় সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ১৬ তম দিনে ছবির আয় হয়েছিল ১৩.৭৫ কোটি। তেমনই রবিবার আয় হয়েছে ১৭ কোটি। এরপর সোমবার ছবির আয় হল ৪.৬০ কোটি। মঙ্গলবার আয় করল ৫.১০ কোটি। বুধবার ৮.৮ কোটি। বৃহস্পতিবার আয় হয়েছে ৭.৫০ কোটি। চতুর্থ শুক্রবার ছবির আয় হয় ৫.২০ কোটি। শনিবার আয় করেছে ৬.৭২ কোটি। রবিবার আয় করে ৭.৮০ কোটি টাকা। তারপর সোমবার থেকে কমেছে ছবির আয়। এই শুক্রবার শেষে ছবির আয় দাঁড়িয়েছে ৫১০ কোটি। তবে, এখনও পাঠান ছবির রেকর্ড ভাঙতে ব্যর্থ হল ছবিটি। এরই মাঝে মুক্তি পেল শাহরুখ অভিনীত জওয়ান। আর এই ছবির প্রভাবে কমল ছবির আয়। এখন দেখার শেষ পর্যন্ত কত কোটির ঘরে পৌঁছায় ‘গদর ২’ ছবির আয়। বর্তমানে গদর ২ ছবি নিয়ে খবরে রয়েছেন সানি দেওল, আমিশা পাটেল।

Latest Videos

 

আরও পড়ুন

Asha Bhosle: এই ১০টি গান গেয়ে বিশেষ সম্মান পেয়েছিলেন আশা ভোঁসলের, শিল্পীর জন্মদিনে রইল বিশেষ তথ্য

Madhumita: ছবিতে স্পষ্ট নায়িকার বক্ষ বিভাজন, কালো পোশাকে ভাইরাল মধুমিতার হট লুক

Sunny Deol: চোখে জল, বললেন- দর্শকদের থেকে এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে কি না জানি না

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury