গত ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র'ছবি। এই ছবিকে কেন্দ্র করে হাজারো বিতর্কও শুরু হয়েছিল। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের সূত্রপাত। ট্রেলারে দেখা গিয়েছিল মন্দিরে জুতো পরে প্রবেশ করছেন রণবীর কাপুর। যা নিয়ে আপত্তি তুলেছিলেন। যদিও ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানিয়েছিলেন ওটা মন্দির নয় ওটা একটা দুর্গা প্যান্ডেল। সিনেমা বয়কটেরও ডাক উঠেছিল। এছাড়াও গরুর মাংস খাওয়া নিয়েও রণবীরের পুরোনো মন্তব্য ঘিরে বিতর্ক হয়েছিল। স্ত্রী আলিয়াকে নিয়ে মন্তব্য করে বিপাকে পরেছিলেন রণবীর। তবে ছবির বক্স অফিস কালেকশন সব বিতর্ককে ছাপিয়ে গেছে। ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৪৩১ কোটির ব্যবসা করে ফেলেছে রণবীর আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'। এই ছবিতেই রিয়েল লাইফ জুটি রিল লাইফে ঝড় তুলেছেন প্রথমবার। ইতিমধ্যেই এই ছবি অনুরাগীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। আলিয়া ও রণবীরকে বড়পর্দায় দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। মোট পাঁচটি ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। হিন্দি, তামিল, কানাড়া, তেলেগু, মালায়ালম। পুরাণ ও ফ্যান্টাসিকে মিলিয়ে দিয়ে 'ব্রহ্মাস্ত্র'র গল্প বুনেছেন পরিচালক।