তারপর আদালত পাল্টা প্রশ্ন করে, কীভাবে জ্যাকলিন ওই দেশে যাওয়ার ভিসা পাবেন, যার জবাবে অভিনেত্রীর আইনজীবী বলেন, ওনার বাবা -মা ওই দেশেই থাকে। আগে থেকেই জ্যাকলিনের কাছে বাহরিনের ভিসা রয়েছে। কিন্তু আদালত জ্যাকলিনের বিদেশযাত্রায় আপত্তি তুলে বলে এই মুহূর্তে আর্থিক তছরুপের মামলা গুরুত্বপূর্ণ ধাপে রয়েছে, শুনানি চলাকালীন জ্যাকলিনের উপস্থিতি ভীষণ জরুরি।