Zarin Khan: আমি নিশ্চিত এর কোনও সত্যতা নেই, গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন জারিন

তিনি বলেন, আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি। আদতে কী হয়েছে সবটা না জেনে এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না।

গতকাল থেকে খবরে জারিন খান। শিয়ালদা কোর্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ করে এক ইভেন্টম্যানেজমেন্ট সংস্থা। অভিযোগ ছিল, ২০১৮ সালে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েও ৬টি অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিলেও তা রাখেননি জারিন খান। সে সময় জারিন খানের কালীপুজোয় উপস্থিত থাকার কথা ছিল। ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় ছয়টি অনুষ্ঠানে যোগ দেবেন বলে অর্থও নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে দেখা যায়নি। পুজো উদ্বোধন করার চুক্তি করেছিলেন জারিন। তবে, তাও তিনি আসেননি। সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছিয়ে দিয়েছিলেন। সঙ্গে তিনি নাকি বলেছিলেন, ‘কেন যাব বাংলায়? তোমাদের সংস্থা মুম্বইয়ে কী করে কাজ পায় দেখে নেব।’

এবার এই বিষয় মুখ খুললেন জারিন খান। বললেন, তিনি নিশ্চিত যে এর কোনও সত্যতা নেই। তিনি খবরটি শুনে চমক পেয়েছেন বলে জানান। তিনি বলেন, আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি। আদতে কী হয়েছে সবটা না জেনে এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না।

Latest Videos

সংস্থার পক্ষ থেকে বলা হয়, সে সময় জারিনকে আনা ছাড়াও প্রচারের জন্য লক্ষ টাকা খরচ হয়। সে সময় তাঁর ম্যানেজার ১২ লক্ষ টাকা নিয়েছিল। এই বিষয় আদালত অভিনেত্রীর ম্যানেজার অঞ্জলি গৌতমকে তদন্তের সহযোগিতা করার নির্দেশ দেন। তবে, অঞ্জলির আইনজীবী জানান তিনি এই মামলা প্রধান অভিযুক্ত নন। সে যাই হোক, দীর্ঘদিন মামলা চলার পর জারিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত।

২০১০ সালে বলিউডে পা রাখেন জারিন খান। ডেবিউ করেন সলমন খানের বিপরীতে। শেষ তাঁকে দেখা গিয়েছিল হাম ভি আকেলে তুম ভি আকেলে। ছবিটি মুক্তি পায় ২০২১ সালে। এই ছবির আগে তিনি তেলেগু ছবিতে অভিনয় করেন। তেমনই বলিউড ছাড়া পঞ্জাবি ও তামিল ছবিতেও দেখা গিয়েছে জারিন খানকে। এরই সঙ্গে মিউজিক ভিডিও-তে দেখা গিয়েছে জরিনকে। একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জারিন খান। রয়েছে তাঁর একাধিক অ্যালবাম।বীর, রেডি, হাউসফুল ২, বীরাপ্পন, ওয়ারা তুম হো, ১৯২১-র মতো একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে খবরে এলেন নায়িকা। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন জারিন। বললেন, ‘আমি নিশ্চিত এর কোনও সত্যতা নেই’।

 

আরও পড়ুন

Jawan: ১১ দিনে ‘জওয়ান’ ছবির ভারতে আয় প্রায় ৫০০ কোটি, সঙ্গে বিশ্ব বাজারে ছবির আয় গড়ল রেকর্ড

Bengali Serial: একঘেঁয়ে সাংসারিক কূটকাচালি থেকে আগ্রহ হারাচ্ছেন দর্শক, ওয়েব সিরিজের আধিপত্য বিস্তারের পর কমছে বাংলা সিরিয়ালের সংখ্যা

হিন্দি ছবির নায়িকের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন স্বস্তিকা, তবে কি পাড়ি দিলেন বলিউডে?

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury