সংক্ষিপ্ত
মাত্র ১১ দিনে প্রায় ৫০০ কোটি ছুঁতে চলেছে ছবিটি। সঙ্গে বিশ্ব বাজারে ছবির আয় প্রায় ৮০০ কোটি।
ছবি মুক্তি থেকে খবরে জওয়ান। ছবির ট্রেলার দিয়েছিল চমক। তারপর থেকে ছবির চমকও কম হয়নি। এই জওয়ান ছবি দিয়ে বক্স অফিসে ধামাকা করেছেন বাদশা। প্রথম দিন থেকেই ছবির আয় গড়েছে রেকর্ড। আর এই ছবি এতটাই সফল হল যে মাত্র ১১ দিনে প্রায় ৫০০ কোটি ছুঁতে চলেছে ছবিটি। সঙ্গে বিশ্ব বাজারে ছবির আয় প্রায় ৮০০ কোটি।
সদ্য ছবির টিমের পক্ষ থেকে একটি বিশেষ টুইট করা হয়। যেখানে জানানো হয়েছে মাত্র ১০ দিনে বিশ্ব বাজারে ছবির আয় ৭৯৭.৫০ কোটি। তেমনই দেশের বক্স অফিসে এখনও পর্যন্ত আয় ৪৯০ কোটি টাকা।
ছবি ওপেনিং ডে-তে ভারতে আয় করেছিল ৭৫ কোটি টাকা। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তি পায় ছবিটি। তারপর শুক্রবার আয় করেছিল ৫৩.২৩ কোটি টাকা। শনিবার ছবির আয় ছিল ৭৭.৮৩ কোটি টাকা। রবিবার অর্থাৎ প্রথম রবিবার আয় ছিল ৮০.১ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহের শেষে মোট আয় ৪৯০ কোটি।
পাঠান ছবির পর এই জওয়ান ছবি দিয়ে বক্স অফিসে পা রাখলেন বাদশা। ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পেল। বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে। দেখা মিলেছে বিজয় সেতুপতির। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা।
ছবিতে একাধারে ভিলেনও অন্যদিকে আবার একজন সমাজ সেবকের চরিত্রে দেখা গিয়েছে বাদশাকে। ছবি জুড়ে রয়েছে মেট্রো হাইজ্যাক, কিডন্যাপ থেকে শুরু করে দুষ্কর্মের ঝলক। এই সবের সঙ্গে যুক্ত বাদশা। তবে, কোনও খারাপ উদ্দেশ্যে নয়। বরং, সকলের ভালো করতেই সে এই সব কাজ করবে। নিজের স্টাইলে বদলানোর চেষ্টা করবে এই সমাজ ব্যবস্থা।
একেবারে ভিন্ন ধরনের কাহিনি নিয়ে মুক্তি পেয়েছে জওয়ান। ছবি জুড়ে বহু অ্যাকশনের দৃশ্য। ছবিটি মানি হেইস্ট, স্কুইড গেম, দ্য ডার্ক নাইট রাইজেস এবং দ্য লায়ন কিং রেফারেন্সের সঙ্গে মিশে গিয়েছে। প্রেম, রোম্যান্স, অ্যাকশন, সমাজের অন্ধকার জগত সহ আরও অনেক কিছু আছে এই ছবিতে। সে কারণে ছবিটি মুক্তি পেতেই সুপার ডুপার হিট। ছবিতে বহুরূপী শাহরুখতে দেখে মুগ্ধ সকলে। একজন মুখোশধারী মানুষের ভূমিকায় দেখা গিয়েছে বাদশাকে। সব মিলিয়ে ব্যাপক হিট করেছে ছবিটি। সঙ্গে রেকর্ড গড়ল ছবির আয়।
আরও পড়ুন
বিপাকে জরিন খান, শিয়ালদা কোর্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল নায়িকার বিরুদ্ধে
হিন্দি ছবির নায়িকের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন স্বস্তিকা, তবে কি পাড়ি দিলেন বলিউডে?