- Home
- West Bengal
- Kolkata
- 'প্রিয় ভাইয়ের' মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী, জুবিন গর্গকে নিয়ে আবেগঘন পোস্ট মমতা-মোদীর
'প্রিয় ভাইয়ের' মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী, জুবিন গর্গকে নিয়ে আবেগঘন পোস্ট মমতা-মোদীর
Zubeen Garg: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে শোকেবিহ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় সঙ্গীত শিল্পীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ রাজনৈতিক নেতা-নেত্রীদের। বিশদে জানুন আরও…

জুবিন গর্গকে শেষ শ্রদ্ধার্ঘ মুখ্যমন্ত্রীর
শুক্রবার দুপুরেই আচমকা খবর আসে। আর নেই জুবিন গর্গ। প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর প্রয়াণে যেমন ভেঙে পড়েছেন তার অনুরাগীরা তেমনই শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জুবিনকে স্মরণ করে নিজের এক্স হ্যান্ডেলে আবেগঘন বার্তা পোস্ট মমতার। সেখানে তিনি লেখেন, ‘’‘সুরে থেকো। তুমি আমাদের হৃদয় থাকবে। তোমার গান অমর হয়ে থাকবে। গান আমাদের লড়তে শেখায়, বিশ্বাস রাখতে শেখায়। তোমার সুরের ধারা প্রবহমান থাকুক।''
My dear brother Zubeen - Rest in Rhythm! We will miss you, your mellifluous voice and you indomitable spirit. Music teaches us to fight, to heal and to have faith. Your songs are your legacy and shall remain immortal forever.
— Mamata Banerjee (@MamataOfficial) September 19, 2025
শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন অসমিয়া ভাষায় নিজের এক্স হ্যান্ডেলে প্রিয় গায়ককে স্মরণ করে তিনি লেখেন, ‘’জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে গিয়েছি। সঙ্গীত ক্ষেত্রে আপনার অবিস্মরণীয় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার গান সকলের কাছে অতি প্রিয়। আপনার পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি!''
জনপ্ৰিয় কণ্ঠশিল্পী জুবিন গাৰ্গৰ আকস্মিক মৃত্যুত স্তম্ভিত হৈ পৰিছো। সংগীতৰ ক্ষেত্ৰখনলৈ আগবঢ়োৱা চহকী অৱদানৰ বাবে তেওঁ স্মৰণীয় হৈ থাকিব। তেওঁৰ গীত সকলো শ্ৰেণীৰ মানুহৰ মাজত অতি জনপ্ৰিয় আছিল। তেওঁৰ পৰিয়াল আৰু অনুৰাগীলৈ গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছো। ঔম শান্তি।
— Narendra Modi (@narendramodi) September 19, 2025
শোকের হাওয়া অসমজুড়ে
এদিকে অসমের ভূমিপুত্রের মৃত্যুতে ভেঙে পড়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোশ্যাল মিডিয়ায় তিনিও শোকবার্তা পোস্ট করেছেন। প্রখ্যাত সঙ্গীত শিল্পীর মৃত্যুতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে অসমজুড়ে নেওয়া হয়েছে একাধিক বিশেষ পদক্ষেপ।
শব্দ আজি নিজেই নিজত আবদ্ধ
Today Assam lost one of its favourite sons. I am in a loss of words to describe what Zubeen meant for Assam. He has gone too early, this was not an age to go.
Zubeen's voice had an unmatched ability to energise people and his music spoke directly to…— Himanta Biswa Sarma (@himantabiswa) September 19, 2025
জুবিনের মৃত্যুতে শোকস্তব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও
অসমিয়া গায়ক জুবিন গর্গের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
না ফেরার দেশে জুবিন গর্গ
শুক্রবার সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সেদেশে উড়ে গিয়েছিলেন জুবিন। অনুষ্ঠানের আগে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে নেমে জলেই অসুস্থ হয়ে পড়েন তিনি। জল থেকে কার্যত অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হলেও শেষরক্ষা হয়নি। মাত্র ৫২ বছর বয়সেই চলে গেলেন জুবিন গর্গ।

