পাশে নেই অভিমন্যু! শ্রাবন্তী-পুত্র ছাড়াই প্রদীপ জ্বালালেন, বাজি পোড়ালেন দামিনী?

নিন্দুকেরা এও নাকি ফিসফিস করছে, কখনও অভিমন্যু, কখনও অনীশ তো কখনও অপরিচিত তরুণ। সম্পর্কের গুঞ্জনে কালেদিনে এ ভাবেই বুঝি ‘হবু শাশুড়ি মা’কেও টেক্কা দিতে চলেছেন দামিনী!

ঘটনা বলুন বা দুর্ঘটনা, কিছু তো ঘটেইছে অভিমন্যু চট্টোপাধ্যায়-দামিনী ঘোষের মধ্যে! দু’জনের ইনস্টাগ্রামেই কেউ কোত্থাও নেই। বিষয়টি প্রথম নজরে এনেছিল এশিয়ানেট নিউজ বাংলা। ১০ অক্টোবর দামিনী যখন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বোনপো অনীশের ছবি ভাগ করে নেন। সে দিন অনীশের জন্মদিন। এবং তিনি দেশের বাইরে। মা দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের মতোই তাঁর অভাব অনুভব করেছিলেন জনপ্রিয় মডেলও! দামিনী সে দিন জানিয়েছিলেন অনীশ তাঁর ‘পছন্দের মানুষ’। সে দিন অবশ্য অভিমন্যু সাড়া দিয়েছিলেন।

তার পরেই দীপাবলি উদযাপনের ছবি দিয়েছেন শ্রাবন্তীর ‘হবু বৌমা’ হিসেবে পরিচিত দামিনী। সে দিন কোত্থাও নেই ঝিনুক ওরফে অভিমন্যু। বরং, একাই প্রদীপ জ্বালিয়েছেন কন্যে। বাজি পোড়ানোর সময় তাঁর পাশে আর এক তরুণ। মুখের আদল বলছে, উভয়ে সম্ভবত নিকট আত্মীয়। ব্যস, টলিউডে ফের চর্চা শুরু। কেন একা একা উদযাপন? কেন কোথাও নেই অভিমন্যু? তা হলে কী.....! জানা যায়নি কোনও মতেই। কারণ, দুই পক্ষেই মুখ কুলুপ এঁটেছেন। তাঁদের ইনস্টাগ্রাম কিন্তু অনেক কথা বলে দিচ্ছে। যেমন, দামিনীর সোশ্যাল পাতা খুঁজলে আপাতত মাত্র দুটো অভিমন্যুর ছবি দেখা যাচ্ছে। একটি গত বছরের ১৪ ফেব্রুয়ারির। একটি পয়লা জানুয়ারির। বদলে অভিমন্যুর ইনস্টাগ্রামে দামিনীর সঙ্গে তোলা তাঁর কয়েকটি ছবি রয়েছে। শেষ ছবি ২০২১-এর ২৭ অক্টোবর। ওই দিন দামিনীর জন্মদিন।



২০২২-এর ২৭ অক্টোবরও কি একই ফ্রেমে দেখা যাবে যুগলকে? আপাতত এই কৌতূহল চরমে। যদিও দামিনী-অভিমন্যু কোনও দিন বলেননি, তাঁরা প্রেমে রয়েছেন। আবার সম্পর্কে আছেন, সে কথাও অস্বীকার করেননি। প্রায়ই এক সঙ্গে বেড়াতে যান। কখনও পাহাড়ে। কখনও সমুদ্রতটে। খবর, ইদানীং নাকি তাঁদের সফরসঙ্গী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তাঁর ‘সম্ভাব্য প্রেমিক’ অভিরূপ নাগচৌধুরীও। চলতি বছরেই শাশুড়ি-বৌমা মলদ্বীপে এক সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সেখানে বিকিনিতে খোলামেলা ছবি দিয়ে সামাজিক মাধ্যমে সমান তালে উষ্ণতা ছড়িয়েছেন দু’জনেই। তবে উভয়েই ভুলেও এক ফ্রেমে ধরা দেননি। 



এ ভাবেই হাস্যে-লাস্যে একে অপরকে টক্কর দেওয়ার পর বুঝি প্রেম জীবনের পালা! বিতর্ক, জল্পনা, রহস্য জিইয়ে এখানেও সম্ভবত শ্রাবন্তীর যোগ্য অনুসরণকারিণী দামিনী! এ দিকে নিন্দুকেরা এও নাকি ফিসফিস করছে, কখনও অভিমন্যু, কখনও অনীশ তো কখনও অপরিচিত তরুণ। সম্পর্কের গুঞ্জনে কালেদিনে এ ভাবেই বুঝি ‘হবু শাশুড়ি মা’কেও টেক্কা দিতে চলেছেন দামিনী!

আরও পড়ুন-
পশ্চিমবঙ্গে রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে আসছে অরভিন্দ কেজরিওয়ালের দল, জেলায় জেলায় দফতর খুলছে ‘আপ’
‘এতটুকু ঘরে থাকেন আপনি!’, মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় এসে বিস্মিত হয়ে গেলেন বাংলার রাজ্যপাল লা গণেশান
‘আরও অনেকেই গ্রেফতার হবেন’, শাসকদলের উদ্দেশে তির্যক মন্তব্য দিলীপ ঘোষের! ইডি-সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ কী?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের