বৃহন্নলারা আসলে মহিলা নয়, জে কে রাউলিংয়ের পোস্ট ঘিরে বিতর্ক, ক্ষমা চাইলেন 'হ্যারি পটার' ড্যানিয়াল

  • বৃহন্নলাদের উদ্দেশ্য করে জে কে রাউলিংয়ের অসম্মানজনক ট্যুইট
  • ট্যুইটে বিতর্ক তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়
  • সিনে হ্যারি পটার, ড্যানিয়াল ব়্যাডক্লিফ ক্ষমা চাইলেন লেখিকার হয়ে
  • পোস্টে তাঁর বার্তা দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা

বৃহন্নলাদের উদ্দেশ্য করে জে কে রাউলিংয়ের অসম্মানজনক ট্যুইটে তোলপাড় হয়ে চলেছে সোশ্যাল মিডিয়া। হ্যারি পটারের লেখিকার ট্যুইট অনুযায়ী যারা বৃহন্নলা তারা আদপে মহিলা নন। তাঁর এই ট্যুইট ঘিরে একের পর এক হেটকমেন্ট এবং নিন্দায় ভরছে নেটদুনিয়ায়। তিনি এমন ট্যুইট করলেন কীকরে। নিজেকে পিল্যানথ্রপিস্ট বলে দাবি করেন জে কে রাউলিং, তাহলে এমন ভাবনা চিন্তা তিনি রাখেনই বা কীকরে। জে কে রাউলিং দ্বিতীয় ট্যুইটে ক্ষমা চাননি, তবে তিনি নিজের মন্তব্য থেকেও এক পা সরেননি।

আরও পড়ুনঃদিশার আত্মহত্যার খবরে শোকপ্রকাশ সুশান্তের, চোদ্দো তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ গেল প্রাক্তন ম্যানেজারের

Latest Videos

আরও পড়ুনঃরক্তাক্ত 'পেনগুইন', ছেলের মৃত্যুর পিছনে কি মা-ই দায়ী

তাঁর হয়ে ক্ষমা চাইলেন তাঁরই সৃষ্টি হ্যারি পটার। রিয়্যাল হ্যারি, ড্যানিয়াল ব়্যাডক্লিফ জনসমক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি বড় লেখায় নিজের বার্তাও রেখেছেন। তিনি প্রথমত জডেকে রাউলিংয়ের হয়ে প্রত্যেকের কাছে ক্ষমা চান। তিনি লেখেন, "আমি বুঝতে পারছি জে কে রাউলিংয়ের সদ্য ট্যুইট নিয়ে কেন উত্তেজনা বেড়ে গিয়েছে। কিছু সংবাদমাধ্যম হয়তো আমার এই লেখাকে জেকে এবং আমার মধ্যে ঝগড়া হিসেবে সকলের কাছে চিত্রায়ন করবে তবে প্রথমেই বলে রাখি এমন কোনও সমস্যার বিষয় নেই।"

 

 

তিনি আরও লেখেন, "আমি আজ জীবনে যেখানে পৌঁছেছি তা সম্পূর্ণ জো-এর কারণেই। তবে আমি ক্ষমা চাইতে চাই। প্রত্যেক বৃহন্নলাই একজন মহিলা। তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা রয়েছে। তাদের বিরুদ্ধে কোনও মন্তব্যই সহ্য করা হবে না। জেন্ডার ইকোয়্যালিটির বিষয় তাদের প্রতিপদে সমাজের অপমান সহ্য করতে হয়, সামাজিক রোষে পড়ে তারা। তবে তারা এসবের উর্ধ্বে। তাদেরও বাকিদের মত প্রাপ্য সম্মানের অধিকার রয়েছে। ট্রান্সফোবিয়াকে সরানোর এখন বড় একটি দায়িত্বের মধ্যে পড়ে। আমি আশা করব তা এই বদল খুব শীঘ্রই আসুক।"

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul