স্ত্রী-কে নিয়ে গর্বিত রণবীর, ক্রিস্টাল পুরস্কার দীপিকার ঝুলিতে

Published : Jan 21, 2020, 04:06 PM IST
স্ত্রী-কে নিয়ে গর্বিত রণবীর, ক্রিস্টাল পুরস্কার দীপিকার ঝুলিতে

সংক্ষিপ্ত

ক্রিস্টাল পুরস্কার পেলেন দীপিকা শেয়ার করলেন ছবি নেটদুনিয়ায় শুভেচ্ছা বার্তা রণবীরের আবেগঘন পোস্ট

দীপিকাকে দেখার পর থেকেই রণবীর সিং এক কথায় পাগল। তখন দীপিকা পাড়ুকোন মন ভেঙে নিজেকে গুটিয়ে নিয়েছেন। কোনও সম্পর্কের প্রতি তাঁর ছিল না কোনও আস্থা। বারংবার রণবীর তাঁর কাছে গেলেও স্পষ্টভাষায় নিজের উত্তর জানিয়ে দিয়েছিলেন দীপিকা। কিন্তু হাল ছাড়েননি রণবীর সিং। অবশেষে রাজি করিয়েছিলেন দীপিকাকে। 

আরও পড়ুনঃ 'জিনা ইহা মরনা ইহা' গানে আবেগপ্রবণ অমিতাভ, ঋতু নন্দার স্মরণসভায় বাক্যরুদ্ধ বলিউড

আরও পড়ুনঃ টিজারেই চমক বিগ বি-র, বাকিটা ইতিহাস

রামলীলার এই জুটিকে রপ্রথম থেকেই দর্শকেরা পছন্দ করেছিলেন। একে অপরকে যে তাঁরা চোখে হারান তা আর বলার অপেক্ষা রাখে না। রিল লাইফ থেকে শুরু করে রিয়েল লাইফ, নিজেদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কখনই প্রকাশ্যে আসতে দেননি তাঁরা। বরং রণবীর স্পষ্টই জানিয়ে ছিলেন যে তাঁরা খুব কম সময় একে অন্যকে কাছে পেয়ে থাকেন। তাই সেই সময়টা উপভোগ করতেই বেশি পছন্দ করেন তিনি। 

 

 

দীপবীরের সম্পর্কের সেই সমীকরণ এবার প্রকাশ্যে। সোমবার ক্রিস্টাল পুরস্কার পেলেন দীপিকা পাড়ুকোন। সেই ছবি নেট দুনিয়ায় দিতেই তা রাতারাতি ভাইরাল। নীল পোশাকে এদিন সকলের নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন। সেই ছবির তেই কমেন্ট করলেন রণবীর সিং। লিখলেন, দীপিকা রণবীরকে বারংবার গর্বিত করেন তাঁর ভালো কাজ দিয়ে। শুধু রণবীরই নন, পাশাপাশি শুভেচ্ছা জানান অভিষেক বচ্চনও।  
 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?