স্ত্রী-কে নিয়ে গর্বিত রণবীর, ক্রিস্টাল পুরস্কার দীপিকার ঝুলিতে

  • ক্রিস্টাল পুরস্কার পেলেন দীপিকা
  • শেয়ার করলেন ছবি
  • নেটদুনিয়ায় শুভেচ্ছা বার্তা
  • রণবীরের আবেগঘন পোস্ট

দীপিকাকে দেখার পর থেকেই রণবীর সিং এক কথায় পাগল। তখন দীপিকা পাড়ুকোন মন ভেঙে নিজেকে গুটিয়ে নিয়েছেন। কোনও সম্পর্কের প্রতি তাঁর ছিল না কোনও আস্থা। বারংবার রণবীর তাঁর কাছে গেলেও স্পষ্টভাষায় নিজের উত্তর জানিয়ে দিয়েছিলেন দীপিকা। কিন্তু হাল ছাড়েননি রণবীর সিং। অবশেষে রাজি করিয়েছিলেন দীপিকাকে। 

আরও পড়ুনঃ 'জিনা ইহা মরনা ইহা' গানে আবেগপ্রবণ অমিতাভ, ঋতু নন্দার স্মরণসভায় বাক্যরুদ্ধ বলিউড

Latest Videos

আরও পড়ুনঃ টিজারেই চমক বিগ বি-র, বাকিটা ইতিহাস

রামলীলার এই জুটিকে রপ্রথম থেকেই দর্শকেরা পছন্দ করেছিলেন। একে অপরকে যে তাঁরা চোখে হারান তা আর বলার অপেক্ষা রাখে না। রিল লাইফ থেকে শুরু করে রিয়েল লাইফ, নিজেদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কখনই প্রকাশ্যে আসতে দেননি তাঁরা। বরং রণবীর স্পষ্টই জানিয়ে ছিলেন যে তাঁরা খুব কম সময় একে অন্যকে কাছে পেয়ে থাকেন। তাই সেই সময়টা উপভোগ করতেই বেশি পছন্দ করেন তিনি। 

 

 

দীপবীরের সম্পর্কের সেই সমীকরণ এবার প্রকাশ্যে। সোমবার ক্রিস্টাল পুরস্কার পেলেন দীপিকা পাড়ুকোন। সেই ছবি নেট দুনিয়ায় দিতেই তা রাতারাতি ভাইরাল। নীল পোশাকে এদিন সকলের নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন। সেই ছবির তেই কমেন্ট করলেন রণবীর সিং। লিখলেন, দীপিকা রণবীরকে বারংবার গর্বিত করেন তাঁর ভালো কাজ দিয়ে। শুধু রণবীরই নন, পাশাপাশি শুভেচ্ছা জানান অভিষেক বচ্চনও।  
 

Share this article
click me!

Latest Videos

'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP
'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
সামান্য ডিম 'চুরি' সন্দেহে এত বড় কাণ্ড ঘটবে কেউ বুঝতে পারেনি! | Shantipur News Today | Bangla News
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?