Netflixএ ফিরছে Delhi Crime season 2, দেখে নিন রুদ্ধশ্বাস ট্রেলার

Published : Aug 08, 2022, 07:15 PM IST
 Netflixএ ফিরছে Delhi Crime season 2, দেখে নিন রুদ্ধশ্বাস ট্রেলার

সংক্ষিপ্ত

ট্রেলারে যা দেখা যাচ্ছে রাজধানীতে অপরাধ কমানোর পুরো দস্তুর চেষ্টা করছে পুলিশ। কিন্তু তারই মধ্যে একের পর এক হত্যা। হত্যালীলায় রক্তাক্ত হচ্ছে দিল্লি।

নেটফ্লিক্সে আবার ফিরছে ওয়েব সিরিজ 'দিল্লি ক্রাইম'। সদ্যই রিলিজ করেছে দিল্লি ক্রাইম সেশন ২এর অফিসিয়াল ট্রেলার। মাত্র ২ মিনিটের ক্লিপেই দর্শকদের মন জয় করে নিয়েছেন শেফালি শাহ। এবারও তাঁকে দেখা যাবে ডিসিপি বর্তিকা চতুর্বেদীর ভূমিকায়। এবার তিনি তাঁর সহকর্মীদের নিয়ে একটি খুনের কিনারা করবেন। ট্রেলারেই দেখা যাচ্ছে শহরের নিরাপত্তা রক্ষার সঙ্গে তিনি ও তাঁর সহকর্মীরা রীতিমত যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছেন। 

ট্রেলারে যা দেখা যাচ্ছে রাজধানীতে অপরাধ কমানোর পুরো দস্তুর চেষ্টা করছে পুলিশ। কিন্তু তারই মধ্যে একের পর এক হত্যা। হত্যালীলায় রক্তাক্ত হচ্ছে দিল্লি। কিন্তু কিছুতেই আসল খুনিদের গ্রেফতার করতে পারছে না পুলিশ। সামনে আসছে নানারকম বাধা। প্রশ্ন হচ্ছে শেফালি শাহের নেতৃত্বে কি দিল্লি পুলিশ সেই বাধা অতিক্রম করতে পারবে? ধরতে পারবে আসল ক্রিমিনালদের?  

যাইহোক আপনিও দেখুন  দিল্লি ক্রাইম সেশন ২এর ট্রেলারঃ


দিল্লি ক্রাইম - প্রথমটি ওয়েব সিরিজটি তৈরি হয়েছিল ২০১২ সালের হাড়হিম করা দিল্লি গণধর্ষণকাণ্ডের তদন্তের অনুসারে। নির্ভয়াকাণ্ডের ধর্ষণ ও কী করে অভিযুক্তদের সনাক্ত করছিল দিল্লি পুলিশ তাই তুলে ধরা হয়েছিল। যা রীতিমত জনপ্রিয় হয়েছিল। টানটান উত্তেজনায় ভরা ছিল সিরিজটি। যা রুদ্ধশ্বাসে দেখেছিলেন দর্শকরা। দেশে বিদেশে বেশ কিছু পুরষ্কারও জিতেছিল। প্রথমটি ড্রামা বিভাগে এমি পুরষ্কার জিতে ছিল। শেফালি শাহ  ও আদিল হুসেনের অভিনয় যথেষ্ট প্রশাংসা পেয়েছিল। 
 
দ্বিতীয়টিতেও শেফালি শাহ, আদিল হুসেনের সঙ্গে দেখা যাবে রসিকা দুগাল, রাজেশ তাইলাং, অনুরাগ অরোরা, যশস্বিনী দায়মা, সিদ্ধার্থ ভরদ্বাজ, গোপাল দত্ত, ডেনজিল স্মিথ, তিলোতমা সোম, যতীন গোস্বামী, ব্যোম যাদব এবং অঙ্কিত শর্মাকে।

আগামী ২৬ অগাস্ট ওয়েব সিরিজটির প্রিমিয়ার হলে নেটফ্লিক্সে। প্রথমটির মত এটিতেও ৮টি পর্ব থাকবে বলেও মনে করছেন অনেকে।  একটি গ্যাংকে কেন্দ্র করে গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে রয়েছে। যা থেকে শহরবাসীকে রক্ষা করবেন শেফালিরা। প্রথমটির মত দ্বিতীয়টি নিয়েও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। কিন্তু এবার  দিল্লি ক্রাইমের দ্বিতীয় পর্ব সেই প্রত্যাশা কতটা পুরণ করতে পারবে তা নিয়ে উঠছে প্রশ্ন। 

কোটার জিতু ভাইয়া থেকে ফুলেরা পঞ্চায়েতের সচিবজি, ওয়েব দুনিয়ায় জিতেন্দ্র কুমারের সাফল্যের কাহিনি

'শ্বাসরুদ্ধ হওয়া একটি জীবন' , সলমন খানের ভাইরাল ভিডিও দেখে আক্ষেপ নেটিজেনদের

আন্তর্জাতিক এমি-এ সেরার সেরা পুরস্কার পেল 'দিল্লি ক্রাইম', বিশ্বের দরবারে নেটফ্লিক্স ড্রামা

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার