আড্ডার আসরেই বিপত্তি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মিশন মঙ্গল পরিচালক

Published : Jan 27, 2020, 06:42 PM IST
আড্ডার আসরেই বিপত্তি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে  মিশন মঙ্গল পরিচালক

সংক্ষিপ্ত

আড্ডার আসরে বিপত্তি শনিবার হঠাৎ-ই অসুস্থ হয়ে পরেন মিশন মঙ্গল পরিচালক মুহূর্তে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এখনও কাটেনি আশঙ্কা

২০১৯ সালে অক্ষয় কুমার অভিনীত যে ছবি সর্বাধিক সাড়া ফেলেছিল, তা হল মিশন মঙ্গল। এই ছবি মুক্তির আগে থেকেই জায়গা করে নিয়েছিল খবরের শিরোনামে। ছবি মুক্তির পরই তা জায়গা করে নেয় ২০০ কোটির ক্লাবে। এই ছবি দিয়েই পরিচালনার কাজে বলিউডে হাতেখড়ি হয়েছিল জগন শক্তির। এটি ছিল তাঁর প্রথম ছবি। 

আরও পড়ুনঃ পঙ্গাকে দমিয়ে স্ট্রিট ডান্সার থ্রিডি-র বাজিমাত, তিন দিনেই ৫০ কোটি আয়

ছবির সাফল্যতার দিকে তাকিয়ে জগন পরবর্তী ছবি তৈরির প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎই বিপত্তিতে পড়তে হয় তাঁকে। শনিবার আড্ডার আসরে হঠাৎই শারীরিক অসুস্থতাতে ভুগতে থাকেন তিনি। মুহূর্তে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই ডাক্তারেরা প্রাথমিক চিকিৎসার পর জানান, যে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। 

বর্তমানে পরিচাকলের অবস্থা সংকটজনক। এখনও পর্যন্ত চলছে চিকিৎসা, কড়া নজরদারীর মধ্যে তাঁকে রাখা হয়েছে। কিন্তু আশঙ্কা এখনও কাটেনি। ফলে ডাক্তারের পক্ষ থেকে কোনও সুখবরই শোনানো সম্ভব হয়নি এখন। এদিকে তাঁর পরবর্তী ছবির কাজ নিয়ে তিনি কাজ করবেন, এমনটাই স্বপ্ন দেখছেন তিনি। ছবির নামও ঘোষণা করেছিলেন তিনি, ইক্কা। তবে জগন-এর বর্তমান অবস্থার দিকে তাকিয়ে ভেঙে পড়েছে তাঁর পরিবার। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার