অনির্বাণ-পরম-এর পর চুমুতে মাতলেন আয়ুষ্মান-জীতেন্দ্র, চিত্রনাট্যের ভোল বদল

Published : Jan 27, 2020, 04:24 PM IST
অনির্বাণ-পরম-এর পর চুমুতে মাতলেন আয়ুষ্মান-জীতেন্দ্র, চিত্রনাট্যের ভোল বদল

সংক্ষিপ্ত

ছবির পর্দায় সমকামীতা চুমুতে এবার নজর কাড়ছে টলি থেকে বলি পরম-অনির্বাণের ঝড় তোলা পারফর্মেন্স এবার তাক লাগালেন আয়ুষ্মান-জিতেন্দ্র

সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে দর্শকদের মানসিকতা, জীবন ধারনের আদব কায়দা, বদলাচ্ছে সমাজ। আর যে কোনও শিল্পই সমাজের প্রতিচ্ছবি। সেই ধারাতেই গা ভাসিয়ে এবার নয়া চিত্রনাট্যে মজেছেন পরিচালকেরা। ধিরে ধিরে সাহসিকতার পরিচয় দিচ্ছে অভিনেতারও। সম্প্রতি মুক্তি পেয়েছে দ্বিতীয় পুরুষ ছবি। সেই ছবির চমকেই মুগ্ধ দর্শকেরা। 

আরও পড়ুনঃ নিজে মুসলিম আর স্ত্রী হিন্দু, সন্তানদের ধর্ম কী, জাত নিয়ে মুখ খুললেন শাহরুখ

নতুন ঘরানার গল্প, পর্দায় প্রকাশ্যে চুমু পরম ও অনির্বাণের। সেই একই ছবি আবার ধরা দিয়েছিল শুভ মঙ্গল যাদা সাবধান ছবির ট্রেলারে। সেখানেই দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানা একজন সমকামী। পরিবারের সকলেই সে তাঁর সম্পর্কের কথা বোঝার চেষ্টা করছেন। সময়ের সঙ্গে সঙ্গে এই ছবি ভিষণ রকমভাবে তাৎপর্যপূর্ণ। গল্পের মধ্যে দিয়ে সেই বার্তাই এবার দিতে চলেছেন পরিচালক হিতেশ কেওয়ালিয়া। 

আরও পড়ুনঃ গ্র্যামির রেড কার্পেটে পিগি চপস, উন্মুক্ত বক্ষে উষ্ণতা ছড়ালেন নিক ঘরনি

এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার নজর কাড়তে হাজির ছবির গান। এই গানেও গল্পের প্রেক্ষাপটের ইঙ্গিত মেলে। গানটি হানি সিং ও জে স্টার এর একটি পাঞ্জাবি গানের রিমেক। এই গানের শেষেই জিতেন্দ্র ও আয়ুষ্মানের চুম্বন উষ্ণতা ছড়ালো নেট দুনিয়ায়। নয়া মোড় টলিউড থেকে বলিউডের চিত্রনাট্যে।  

PREV
click me!

Recommended Stories

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন
বন্দুক হাতে ফিরছে মন্টু! আট বছর পরে ফের নতুন সিজনের অপেক্ষায় দর্শকরা