ফের বড় ধাক্কা, ১৬ বছর বয়সেই আত্মহত্যা করলেন জনপ্রিয় এই টিকটক স্টার

Published : Jun 25, 2020, 04:11 PM IST
ফের বড় ধাক্কা, ১৬ বছর বয়সেই আত্মহত্যা করলেন জনপ্রিয় এই টিকটক স্টার

সংক্ষিপ্ত

 ফের আত্মহত্যা করলেন জনপ্রিয় টিকটক স্টার সিয়া কক্কর  টিকটকে যথেষ্ঠ জনপ্রিয় ছিলেন সিয়া টিকটকে প্রায় ১০ লাখ ফলোয়ার রয়েছে সিয়ার এত ছোট বয়সে কেন এই সিদ্ধান্ত  নিলেন তা নিয়েই প্রশ্ন উঠছে  

 অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুজট এখনও কাটেনি। সময় যত এগোচ্ছে ততই রহস্য ঘনীভূত হচ্ছে। ফের আত্মহত্যা করলেন জনপ্রিয় টিকটক স্টার সিয়া কক্কর । বয়স মাত্র ১৬ বছর। সিয়া কক্কর টিকটকে যথেষ্ঠ জনপ্রিয় ছিলেন। এত ছোট বয়সে কেন তিনি এই সিদ্ধান্ত  নিলেন তা নিয়েই প্রশ্ন উঠছে।

 

 

টিকটক স্টার সিয়ার মৃত্যুর খবর তার ম্যানেজার অর্জুন সারিনও স্বীকার করেছেন। টিকটকের স্টারের ম্যানেজার জানিয়েছেন গতকাল রাতেই সিয়ার সঙ্গে তার কথা হয়েছিল কাজের বিষয় নিয়ে। সিয়া নিজের কাজ নিয়ে ভীষণই খুশি ছিলেন। কিন্তু কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন তা এখনও জানা যায় নি।

 

 

সিয়া কক্কর এতটাই জনপ্রিয় ছিলেন তা তার ফলোয়ার্স সংখ্যাই প্রমাণ করে দিয়েছে। টিকটকে প্রায় ১০ লাখ ফলোয়ার রয়েছে সিয়ার। পেজ লাইকের সংখ্যাও প্রায় ১ কোটি ৭০ লক্ষ। প্রায় প্রতিদিনই একের পর এক নতুন ভিডিও শেয়ার করে দর্শকদের বিনোদন জোগাত সিয়া। তাহলে কেন এই সিদ্ধান্ত? সিয়ার আত্মহত্যার খবরে সকলেই শোকাহত । শুধু তাই নয় সোশ্যাল মিডিয়াতেও তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।


 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা