আজই অস্কারের মনোনয়ন ঘোষণা, চলছে শেষ পর্যারে গুণতি, সম্ভাব্য তালিকায় কারা

ইতিমধ্যেই দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স প্রকাশ করেছে ২০২২ সালের অস্কারে 'সেরা চলচ্চিত্র'এর দৌড়ে রয়েছে কোন কোন সিনেমা। তালিকায় রয়েছে ২৭৬টি সিনেমা।

২০ জানুয়ারি বৃহস্পতিবার, দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স প্রকাশ করেছিল ২০২২ সালের অস্কারে 'সেরা চলচ্চিত্র' (Oscar 2022 Best Movie) এর দৌড়ে রয়েছে কোন কোন সিনেমা। তালিকায় রয়েছে ২৭৬টি সিনেমা। সুপারস্টার ট্রেসি এলিস রস এবং অভিনেতা-কমেডিয়ান লেসলি জর্ডানের উপস্থাপনায় সঞ্চালিত হবে অনুষ্ঠানটি। অস্কার ২০২২ (Oscar 2022) এর সেরা ফিচার চলচ্চিত্রের দৌড়ে রয়েছে দক্ষিণের ছবি 'জয় ভীম','মরোক্করঃ লায়ন অক দ্য আরবিয়ান সি' (Joy Bhim) । আমাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পাওয়া ছবি 'জয় ভীম' আইএমডিবি রেটিংয়ে সর্বোচ্চ রেটিং পাওয়া ছবি। ভোটিং পর্বর ইতি, আজই প্রকাশ্যে আসবে তালিকা। কিছুক্ষণ আগেই ‘দ্য অ্যাকাডেমি’-র টুইট হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয়, ব্যালট গোনা হয়ে গিয়েছে, নামগুলোও সিলেক্ট করার কাজ ইতি হয়ে গিয়েছে।

৯৪ তম অস্কারে মনোনীত হবে টিজে জ্ঞানবেল পরিচালিত তামিল ছবি ‘জয় ভীম’। অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া এই ছবি ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা আদায় করেছে। ‘জয় ভীম’-এর অস্কার মনোনয়ন নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যেও উত্তেজনা রয়েছে। ফাইনাল তালিকা হাতে পাওয়ার আগে দেখে নেওয়া যাক সম্ভাব্য তালিকায় থাকতে পারে কোন ছবি, কোন অভিনেতা থেকে পরিচালক। 

Latest Videos

 

 

সেরা ছবির সম্ভাব্য তালিকা (Probably List Of Best Movie Nomination)-

বেলফাস্ট, কোডা, জয় ভীম, ডোন্ট লুক আপ, দুন, কিং রিচার্ড, দ্য পাওয়ার অব দ্য ডগ, টিক টিক বুম, দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ, ওয়েস্ট সাইড স্টোরি প্রভতি। 

সেরা পরিচালকের সম্ভাব্য তালিকা (Probably List Of Best Director Nomination)-

পল থমাস অনড্রেসন, কেনেথ ব্রানগ, জন ক্যাম্পিয়ন, রুসুক হামাগুচি, ডেনিস ভিলেনিউভ প্রমুখেরা।

আরও পড়ুন- প্রথম লুকেই বাজিমাত অমিতাভের, বিটে বিটে হিট ঝুন্ড ছবির টিজার

আরও পড়ুন- 'দুটি গানে পারফর্ম করার সৌভাগ্য হয় আমার, যা আমার কাছে সম্পদ', লতা মঙ্গেশকর প্রয়াণে শোকজ্ঞাপন হেলেনের

আরও পড়ুন- কয়েক কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল বাড়ি গাড়ি-সহ কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন লতা

সেরা অভিনেতার সম্ভাব্য তালিকা (Probably List Of Best Actor Nomination)-

অলিভিয়া কলম্যান, লেডি গাগা, জেনিফার হুজসন, নিকোল কিডম্যান, ক্রিস্টিয়ান স্টুয়ার্ট প্রমুখেরা। 

৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার এই ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে মনোনীত হতে পারে দশটি চলচ্চিত্র। এখন দেখার কোন কোন ছবির ভাগ্যে ২০২২-র মনোনয় জোটে, সেই অপেক্ষায় এখন প্রহর গুণছে ভকেতমহল। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury