৫ কোটি টাকা লোপাট, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রেমো ডিসুজার বিরুদ্ধে

গ্রেফতারি পরোয়ানা জারি রেমোর বিরুদ্ধে

টাকা দ্বিগুণের স্বপ্ন দেখান তিনি

দ্বিগুণতো দুর আসলও হাতে পেলেন না লগ্নিকর্তা

সবমিলিয়ে বেজায় বিপাকে এখন রেমো

ছবি মুক্তি পেলেই টাকা হয়ে যাবে দ্বিগুণ। বিখ্যাত কোরিওগ্রাফারের কথায় বিশ্বাস করে পাঁচ কোটি টাকা দিয়েছিলেন উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী। কিন্তু ফল হয় উল্টো। দ্বিগুণ তো দূরে থাক এখনও পর্যন্ত আসলেরই মুখ দেখেননি তিনি। ফলে রোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। 

অমর মাস্ট ডাই ছবি তৈরির আগে এই শর্তেই টাকা ধার নিয়েছিলেন রেমো। উত্তর প্রসেদের গাজিয়াবাদের এই বাসিন্দা বিশ্বাস করেছিলেন রেমোকে। তিনি মুহুর্তে টাকা দ্বিগুণ হওয়ার কথা শুনে টাকা তুলে দিয়েছিলেন। কিন্তু তারপর কেটে যায় তিন বছর। সত্যেন্দ্র ত্যাগী নামে এই ব্যক্তি বিপাকে পড়ে পুলিশের দ্বারস্থ হন। 

Latest Videos

বুধবার গাজিয়াবাদ আদালতে ওঠে এই মামলা , সেখানেই শোনানো হয় এই রায়। যেখানে স্পষ্ট উল্লেখ থাকে, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হচ্ছে। পাঠিয়ে দেওয়া হবে সেই আদেশ অন্যান্য রাজ্যেও। যদিও শুনানির দিন রেমো উপস্থিত ছিলেন না আদালতে। ফলে বিচারক মহেন্দ্র রাওয়াত তাঁর বিরুদ্ধে এই রায় ঘোষণা করে গ্রেফতারের নির্দেশ দেন। সব মিলিয়ে এখন বেজায় বিপাকে রেমো। 

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
‘Trinamool-এর হাতেই তৃনমূল খুন হচ্ছে’ Samik Bhattacharya-র বিস্ফোরক মন্তব্য!