Golden Globe 2022: প্রকাশ্যে সেরার সেরা তালিকা, গোল্ডেন গ্লোব এবার উঠে এলো কাদের হাতে

২০২২-তে করোনার জন্য অনুষ্ঠান করে এই পুরষ্কার দেওয়া গেল না, কেবল প্রকাশ্যে এলো বিজেতা ও  নমিনেশনের নাম। 

Jayita Chandra | Published : Jan 10, 2022 8:02 AM IST

করোনার (COVID 19) মাঝেই যতটা সম্ভব সাবধানতা মেনে স্বাভাবিক হওয়ার চেষ্টা সিনে দুনিয়া (Cine World) , তারই মাঝে উপস্থিত একের পর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান (Award Show), তবে বেশ কিছু প্রথম সারিতে থাকা অনুষ্ঠান বাতিলও হয়েছে, সেই তালিকা থেকে বাদ পড়েনি অ্যাওয়ার্ড শো বা ফ্যাসন উইক (Fashion Week), তবে এবার আর স্থগিত নয়, গত কয়েকমাসের জল্পনার পর অবশেষে ঘোষণা হল গোল্ডেন গ্লোব পুরস্কার (Golden Glob Award)। প্রকাশ্যে এলো বিজেতাদের নাম। সিনে দুনিয়ার অন্যতম এই পুরষ্কার, এক কথায় বলতে গেলে এই পুরষ্কার হাতে পাওয়া মানেই সেলেবদের এক বিশেষ সম্মান, তবে ২০২২-তে করোনার জন্য অনুষ্ঠান করে এই পুরষ্কার দেওয়া গেল না, কেবল প্রকাশ্যে এলো বিজেতা ও  নমিনেশনের নাম। 

দেখে নেওয়া যাক এবার সেরার সেরা কে বা কারা- 

ড্রামা বিভাগ (Drama)

ড্রামা বিভাগে সেরা মোশন ছবি (Motion Picture)- দ্য পাওয়ার অব দ্য ডগ
ড্রামা বিভাগে সেরা অভিনেতা হলেন (Best Actor Award) - উইল স্মিথ (কিং রিচার্ড)
ড্রামা বিভাগে সেরা অভিনেত্রী হলেন (Best Actress Award) - নিকোল কিডম্যান (বিইইং দ্য রিকার্ডোস )

 

 

মোশন (Motion)-

সেরা মোশন ছবি (Best Motion Picture) - ওয়েস্ট সাইড স্টোরি
সেরা মোশন ছবি অভিনেতা (Best Actor) - অ্যান্ড্রু গারফিল্ড (টিক টিক বুম)
সেরা মোশন ছবি অভিনেত্রী (Best Actress) - র‍্যাচেল জেগলার (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা পরিচালক- জেন ক্যামপ (দ্য পাওয়ার অফ ডগ)
সেরা চিত্রনাট্য- বেলফাস্ট
সেরা অ্যানিমেটেড ছবি- এনক্যান্টো
সেরা বিদেশি ভাষার ছবি - ড্রাইভ মাই কার (জাপান)

আরও পড়ুন- Deepika Padukone On COVID 19: মানসিক স্বাস্থ্য নিয়ে একাধিকবার সরব দীপিকা

আরও পড়ুন- KATRINA-VICKY RELATION: বিটাউনের অলক্ষ্যে বন্ধুর বাড়িতেই বাড়ছিল সম্পর্ক, ভিক্যাটের গোপন ফান্ডা ফাঁস

৭৯ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হল, এই বছর প্রতিবারের মতই ছিল একরাশ প্ল্যানিং, তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে থাকল না কোনও রেড কার্পেট, সেলেবদের ঝড়, অন্যদিকে থাকল না গালা সেলিব্রেশন, এই পরষ্কার মঞ্চে একের পর এক স্টারেদের ডেকে হাতে তুলে দেওয়া এই বছরের মত স্থগিত, ২০২০ সালে বড় সেলিব্রেশনে অনুষ্ঠিত হয়েছিল এই পুরষ্কার বিতরণি অনুষ্ঠান। সেবার লস অ্যাঞ্জেলেস-এর বেভার্লি হিল্টন হোটেলে এবছর আয়োজন করা হয়েছিল গোল্ড গ্লোব পুরস্কার।  গোল্ডেন গ্লোব পুরস্কারের তালিকাতে এবার চলচ্চিত্র জগত থেকে কোন কোন তারকারা করলেন বাজিমাত, প্রকাশ্যে এল সেই তালিকা। পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে নয়, অনলাইনেই যাঁর সেরার শিরোপা পেলেন তাঁদের মধ্যে মুখ্য কারা, রইল সেই তালিকা।

Share this article
click me!