বসন্ত পঞ্চমীতে মাতলেন জিৎ, হলুদ পাঞ্জাবীতে আরতির ভিডিও ফাঁস

Published : Jan 29, 2020, 05:28 PM IST
বসন্ত পঞ্চমীতে মাতলেন জিৎ, হলুদ পাঞ্জাবীতে আরতির ভিডিও ফাঁস

সংক্ষিপ্ত

পুজোর আমেজে মাতলেন জিৎ সকলের সঙ্গে বাড়িতে পুজো করলেন তিনি প্রথা মেনেই পোশাক নির্বাচন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল ভিডিও

বাড়িতে পড়ুয়া থাকার অর্থই যে বাগদেবীর বন্দনা করা হয়ে থাকে এমনটা নয়। দেবীর আরাধনাতে মাতেন আট থেকে আশি। সেই তালিকাতে নাম লেখালেন জিৎও। অভিনেতার বাড়িতে মহাসমারহে পুজোর হিরিক নয়। প্রতিষ্ঠিত পাথরের সরস্বতী মূর্তীকেই পুজো করলেন জিৎ। পাশে ছিল তাঁর কন্যা। সেই ভিডিও এবার ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

আরও পড়ুনঃ 'সরস্বতী পুজোর অনুভূতিটা আজও এক', বাণীবন্দনায় পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ

প্রথা মেনেই হলুদ পাঞ্জাবীতে এদিন ধরা দিলেন জিৎ। পাশে তাঁর ছোট্ট কন্যা। মেয়ের পরনেও হলুদ পোশাক। মেয়েকে হাতে ধরেই পুজো করালেন জিৎ। পঞ্চপ্রদীপ নিয়ে মেয়ের সঙ্গে আরতি করলেন সরস্বতী দেবীকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতা। জিৎ-এর পুজোর ভিডিও প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

 

 

সম্প্রতি প্রকাশ্যে এসেছে জিৎ-এর ছবি অসুর। সেই ছবি বক্স অফিসে বিস্তর সাফল্য লাভ করেছে। বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত তিনি। এরই মাঝে সরস্বতী পুজোতে মাতলেন তিনি। এই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই তা নেটিজেনদের নজর কাড়ে। জিৎ-এর প্রশংসাও করেন তাঁরা। মেয়েকে লাইম লাইটে রাখতে পছন্দ করেন না জিৎ। পুজো উপলক্ষ্যে শেয়ার করা এই ভিডিও-তেই ধরা দিল তাঁর পরিবারের সদস্যরা। 
 

PREV
click me!

Recommended Stories

প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন
বন্দুক হাতে ফিরছে মন্টু! আট বছর পরে ফের নতুন সিজনের অপেক্ষায় দর্শকরা