জন্মদিনে তৈমুরের আজব চাহিদা, খোলসা করলেন করিনা কাপুর

Published : Dec 14, 2019, 11:18 AM IST
জন্মদিনে তৈমুরের আজব চাহিদা, খোলসা করলেন করিনা কাপুর

সংক্ষিপ্ত

২০ ডিসেম্বর জন্মদিন তৈমুরের আগে থেকেই পরিকল্পনা করে ফেললেন করিনা দিনটিকে বিশেষভাবে সাজিয়ে তোলার ভাবনা কী চাইল তৈমুর পরিবারের কাছ থেকে

হাতে মাত্র কয়েকটা দিন। তারপরই পাতৌদি নাতি তিন বছরে পা দিতে চলেছে। পরিবারের সকলের আদরের তৈমুর। না, কেবল পরিবারের নয়, গোটা বি-টাউনের খুদে ক্রাশ সে। জন্ম থেকেই লাইম লাইটে সইফ-করিনা পুত্র। তার স্টাইল স্টেটমেন্ট, তার ওঠা বসা সবই খবরের শিরোনামে। এবার সেই খুলে সেলিব্রিটির জন্মদিন আসন্ন। ফলে সেই দিকেও এখন কড়া নজর ভক্তদের। 

আরও পড়ুনঃ শেষে কিনা পোশাক চুরি করলেন শ্রীদেবী-কন্যা, মুহূর্তে ট্রোলের শিকার জাহ্নবী

কীভাবে সইফ-করিনা সেলিব্রেট করবে তৈমুরের জন্মদিন! একাধিক জল্পনা যখন মাথাচারা দিয়ে উঠছে তখন করিনা কাপুর নিজেই প্রকাশ্যে জানালেন তাঁদের পরিকল্পনার কথা। তৈমুরের জন্মদিন ২০ ডিসেম্বর। এই দিনটিকে বিশেষ ভাবে সাজিয়ে তোলার ইচ্ছে থাকলেও উপায় বোধহয় নেই। কারণ তৈমুরের মা-বাবা দুজনেই ব্যস্ত ছবির প্রচার নিয়ে। তারই মাঝে জন্মদিন পড়েছে তৈমুরের। 

আরও পড়ুনঃ মুক্তির অপেক্ষায় দাবাং থ্রি, এরই মাঝে ফাঁস দাবাং ৪-এর খবর

 

২০ ডিসেম্বর তিন বছরে পা দিতে চলেছে তৈমুর আলি খান। সেই দিন পরিবারের সঙ্গেই একটি ছোট পার্টির আয়োজন করেছেন করিনা কাপুর। তৈমুরের ১০ জন বন্ধুকে নিমন্ত্রণও করা হয়েছে। তৈমুরের জন্মদিনের আবদার দুটি কেক। সঙ্গে লাগবে একটি সান্টা ও একটি হাল্ক। তাতেই সন্তুষ্ট ছোট্ট কাপুর। তাই তৈমুরের চাহিদা মতই করিনা সাজিয়ে তুলবেন বার্থডে পার্টি। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?