বিলাসী গাড়ির চাবি মায়ের হাতে, অবশেষে কার্তিকের স্বপ্ন পূরণ

Published : Jan 19, 2020, 12:57 AM IST
বিলাসী গাড়ির চাবি মায়ের হাতে, অবশেষে কার্তিকের স্বপ্ন পূরণ

সংক্ষিপ্ত

মায়ের জন্মদিনে দামি উপহার স্বপ্ন পূরণ কার্তিকের মাকে গাড়িতে চড়িয়ে পোজ সোমবার মায়ের জন্মদিনে অভিনেতার সারপ্রাইজ

ছোট থেকেই সব পরিবারেরই স্বপ্ন থাকে বাড়ির খুদে সদস্য নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে যেন পৌঁচ্ছতে পারে। আর সেই পথেই তাঁদের পাশে থাকেন অভিভাবকেরা। তেমনই এক পরিবারের সদস্য কার্তিক আরিয়ন। যিনি ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। বলিউডে পা রেখেছেন কার্তিক বেশিদিন হয়নি। এরই মাঝে একাধিক বক্স অফিস হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন কার্তিক আরিয়ন।

আরও পড়ুনঃ ট্রেলার মুক্তিতেই ট্রোলের শিকার, সারার সংলাপ মুহূর্তে ভাইরাল

আরও পড়ুনঃ গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে শাবানা আজমি

একাধিক ছবির প্রস্তাব এখন কার্তিকের হাতে। এরই মাঝে মায়ের জন্মদিনে নয়া চমক দিলেন কার্তিক। সোমবার কার্তিকের মা মালা তিওয়ারির জন্মদিন ছিল। সেদিনই মায়ের স্বপ্নপূরণ করলেন কার্তিক। মায়ের হাতে তুলে দিলেন মিনি কুপার কনভার্টিবল গাড়ি চাবি। সেই গাড়িতে মাকে পাশে বসিয়ে চালিয়েও নিলেন কার্তিক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি। সামনেই আরও এক ছবির মুক্তি। কার্তিক এখন বলিউডের সফল অভিনেতা।  

 

মায়ের জন্মদিন সেলিব্রেশনের পরই ছবির প্রচারে নেমে পড়লেন কার্তিক আরিয়ন। ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে কার্তিক সারা অভিনীত ছবি লাভ আজ কাল। শুক্রবারই প্রকাশ্যে এল সেই ছবির ট্রেলার। ইতিমধ্যেই কার্তিক ও সারা পিরশংসিত হয়েছেন ছবিতে অভিনয় করার জন্য। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?