সারা নাকি অনন্যা! দুই নায়িকার মধ্যে কাকে পছন্দ করলেন কার্তিক

swaralipi dasgupta |  
Published : May 29, 2019, 09:26 PM IST
সারা নাকি অনন্যা! দুই নায়িকার মধ্যে কাকে পছন্দ করলেন কার্তিক

সংক্ষিপ্ত

কার্তিক আরিয়ানের মহিলা ভক্তদের কথা আলাদা করে বলার প্রয়োজন হয় না নতুন প্রজন্মের তারকা সারা আলি খান থেকে অনন্যা পাণ্ডেও এই বলিউডের এই নতুন হার্টথ্রবে মুগ্ধ  কিন্তু কার্তিকের কাকে পছন্দ  

কার্তিক আরিয়ানের মহিলা ভক্তদের কথা আলাদা করে বলার প্রয়োজন হয় না। নতুন প্রজন্মের তারকা সারা আলি খান থেকে অনন্যা পাণ্ডেও এই বলিউডের এই নতুন হার্টথ্রবে মুগ্ধ। কিন্তু কার্তিকের কাকে পছন্দ!

সম্প্রতি নেহা ধুপিয়ার টক শোয়ে কার্তিক অতিথি হিসেবে যান। নেহা তাঁকে সারা আলি খান ও অনন্যা পাণ্ডের মধ্যে একজনকে বাছতে বলেন। কার্তিক বেছে নেন অনন্যাকেই। 

করণ জোহরের শোয়ে এসে সারা আলি খান বলেছিলেন, তিনি কার্তিক আরিয়ানের সঙ্গে ডেটে যেতে চান। এখন কানাঘুষো শোনা যায় দুজনে নাকি ডেট করছেন। তবে কেউই প্রকাশ্যে কিছু বলেননি। সারা ও অনন্যা দুজনের সঙ্গেই কাজ করেছেন কার্তিক। সম্প্রতি সারার সঙ্গে ইমতিয়াজ আলির লাভ আজ কাল-এর শুটিং শেষ করেছেন তিনি। অনন্যার সঙ্গে পতি, পত্নী অর উয়ো ছবিতে অনন্যা ও কার্তিক একসঙ্গে কাজ করছেন। 

অনন্যার কোন বিষয়টা অপছন্দ জিজ্ঞাসা করায় কার্তিক বলেন, ও সবকিছুই খুব ভালোবাসে ও প্রশংসা করে। যদিও সারা ও অনন্যার দুজনের মধ্যে অনন্য়াকেই বেছে নিয়েছেন কার্তিক। 

এর আগে এক সংবাদমাধ্য়মের কাছে কার্তিক আরিয়ান বলেছিলেন, আমরা একসঙ্গে ছবি করছি। ও খুব ভাল বন্ধু। ওর সঙ্গে আমার সময় কাটাতে ভাল লাগে। 
 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার