বলিউডে টিকে থাকতে চাই 'লোহার মন'! ক্যাটরিনা জানালেন কতটা পরিশ্রম করতে হয়েছে তাঁকে

  • বলিউডে ১৬ বছর কাটিয়ে ফেলেছেন ক্যাটরিনা কাইফ
  • এই ১৬ বছরে ক্যাটরিনার জীবন বহু ওঠাপড়ার সাক্ষী থেকেছে
  • কখনও তরতরিয়ে কেরিয়ার গ্রাফ উপরে উঠেছে
  • আবার কখনও পরপর ছবি মুথ থুবড়ে পড়েছে বক্স অফিসে
  • শুধু কেরিয়ার নয়। এই রূপোলি দুনিয়াতেই প্রেম হয়েছে
swaralipi dasgupta | Published : Jul 15, 2019 7:39 AM IST

বলিউডে ১৬ বছর কাটিয়ে ফেলেছেন ক্যাটরিনা কাইফ। এই ১৬ বছরে ক্যাটরিনার জীবন বহু ওঠাপড়ার সাক্ষী থেকেছে। কখনও তরতরিয়ে কেরিয়ার গ্রাফ উপরে উঠেছে। আবার কখনও পরপর ছবি মুথ থুবড়ে পড়েছে বক্স অফিসে। শুধু কেরিয়ার নয়। এই রূপোলি দুনিয়াতেই প্রেম হয়েছে। আবার তা ভেঙেও গিয়েছে। 

আরও পড়ুনঃ ব্লকবাস্টার 'ভারত ', খুশ মেজাজে বিদেশে ছুটি কাটাচ্ছেন ক্যাটরিনা

Latest Videos

বাইরে থেকে এই দুনিয়াকে গ্ল্যামারে মোড়া মনে হলেও ভিতরে টিকে থাকা যে মোটেও সহজ না তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে জানালেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার কথায়, ব্যাপারটা খুব  একটা সহজ নয়। এই জগতে থাকতে হলে লোহা দিয়ে তৈরি স্নায়ু দরকার। এখানে কখন কী হবে কেউ বলতে পারে না। কোনও কিছু সফল হবে কি না, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। আমি তাই সাফল্য এলে তা নিয়ে মাথা ঘামাই  না। আবার ব্যর্থতা এলেও তা মনে ধরে রাখি না। 

ক্যাটরিনা  আরও বলেছেন, পুরো বিষয়টিই দারুণ। এর মধ্য়ে অনেক পরিশ্রম রয়েছে আর মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। 

এই মুহূর্তে ক্যাটরিনা কাইফ মেক্সিকোয়ে ছুটি কাটাচ্ছেন। জন্মদিন উপলক্ষেই ছুটি কাটাতে গিয়েছেন তিনি। প্রায়ই সেখান থেকে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সুইমস্যুটে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেগুলি মুহূর্তে ভাইরাল হয়েছে। 

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলি আব্বাস জাফারের ভারত। এই ছবিতে ক্যাটরিনা কাইফ অভিনয় করেছেন। এই ছবিটি বক্স অফিসে ভালো কাজ করেছে। সব মিলিয়ে ক্যাটরিনার সহায় রয়েছেন ভাগ্যদেবী। এই মুহূর্তে অক্ষয় কুমারের সঙ্গে সূর্যবংশী ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari