পুজোর লুকে অনবদ্য স্বস্তিকা, ল্যাহেঙ্গাতে কৌশানি, শুভেচ্ছা জানিয়ে শেয়ার করলেন ভিডিও

Published : Oct 05, 2019, 01:08 PM IST
পুজোর লুকে অনবদ্য স্বস্তিকা, ল্যাহেঙ্গাতে কৌশানি, শুভেচ্ছা জানিয়ে শেয়ার করলেন ভিডিও

সংক্ষিপ্ত

পুজোয় নয়া লুকে ধরা দিলেন স্বস্তিকা-কৌশানি শারদীয়ায় শুভেচ্ছা জানালেন সকলকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও ষষ্ঠীর সাজে একে অন্যকে টক্কর দিলেন তারকারা

পুজোর লুকে একে অন্যকে টেক্কা দিয়েই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করছেন টলি তারকারা। সঙ্গে পুজোর আমেজে মেতে সকলকে শুভেচ্ছাও জানালেন তাঁরা। দেবীপক্ষ পড়ার সঙ্গে সঙ্গেই আকাশে বাতাসে পুজোয় বাতাবরণ। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে শপিং, আট থেকে আশি সকলেই মেতে ওঠেন পুজোর সাজে।

একইভাবে তারকাদেরও তালিকায় থাকে বেশ কিছু পরিকল্পনা মাফিক কাজ। তার মাঝে খানিকটা সময় করে নিয়ে সকলের নজর কাড়তে সোশ্যাল মিডিয়ায় পুজোয় সাজে হাজির হন তাঁরা। কখনও মণ্ডপ থেকে সেলফি, কখনও আবার ভিডিও করে শুভেচ্ছা। তবে ষষ্ঠীর লুকে অন্যদের টেক্কা দিয়েই হাজির হলেন কৌশানি।

 

 

গোলাপী পোশাকে তাঁকে এদিন বেশ সুন্দর লাগে। ষষ্ঠী মানেই হালকা সাজ। সেই ট্রেন্ড ফলো করেই তৈরি কৌশানি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে জানালেন শুভেচ্ছা। অন্যদিকে স্বস্তিকার নজরেও পুজোর আমেজে ট্রেন্ডি লুক। সকলকে শুভেচ্ছা জানাতে তিনিও হাজির হলেন সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁর ইউনিক লুকই যেন এদিন ছিল এক কথায় সেরা। 

 

 

PREV
click me!

Recommended Stories

শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা
অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?