গায়ে ইঁদুর ছাড়ার গল্প তো অনেক হল, কিন্তু কেমন ছিল সেই দৃশ্য, ভিডিও শেয়ার করলেন রুক্মিনী

Published : Oct 04, 2019, 04:59 PM IST
গায়ে ইঁদুর ছাড়ার গল্প তো অনেক হল, কিন্তু কেমন ছিল সেই দৃশ্য, ভিডিও শেয়ার করলেন রুক্মিনী

সংক্ষিপ্ত

রুক্মিনীর গায়ে এক গাদা ইঁদুর ছবির প্রমোশনেই জানিয়ে ছিলেন তিনি তবে সেই অংশ বাদ রাখতে হয় ছবি থেকে এবার সেই দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী  

জোর কদমে চলছে এখন টলিউডের চার ছবি। একে অন্যকে কখন কড়া টক্কর, কখনও আবার পাশে দাঁড়িয়েই ভক্তদের কাছে ছবি দেখার অনুরোধ। চার ছবির পরিচালক থেকে শুরু করে অভিনেত্রী অভিনেত্রীদের পুজোর আগে এখন এটাইব রুটিং। 

তবে পাসওয়ার্ড ছবি নিয়ে সকলের উত্তেজনা ছিল খানিক ভিন্নসাবদের। কারণ এই ধরনের ছবিতে সম্প্রতি কাজ করা শুরু করেছেন দেব। ফলেই নয়া ঘরানার ছবিতে দেব-রুক্মিনী জুটি ঠিক কেমন, সমাজের কোন সমস্যার কথা এবার পর্দায় তুলে ধরতে চলেছেন অভিনেতা, প্রশ্ন ছিল সকলেরই। 

 

 

প্রমোশনের সময়ই ছবি নিয়ে জল্পনা উষ্কে রুক্মিনী জানিয়েছিলেন ছবির একটি দৃশ্যে নাকি তাঁর গায়ে ছেড়ে দেওয়া হয়েছিল বেশ কিছু ইঁদুর। তাদের দাপটে আঁচড়-কামড় জুটিছিল অভিনেত্রীর। তবে ছবি থেকে সেই দৃশ্য বাদ দিতে হয়। 

 

 

তাই এই দৃশ্য গল্পই থেকে গিয়েছিল। কিন্তু ছবি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় কেমন সেই অংশের শ্যুটিং, তাই প্রকাশ্যে আনলেন রুক্মিনী। শেয়ার করলেন সেই অংশের একটি ভিডিও। মুহুর্তে তা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ার পাতায়। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?