দেবীপক্ষে মহিলা-মহলের ছবিতে ঋতুপর্ণা, পরিচালনা থেকে চিত্রনাট্য চার মহিলায় বাজিমাত

Published : Oct 04, 2019, 05:35 PM ISTUpdated : Oct 06, 2019, 06:29 PM IST
দেবীপক্ষে মহিলা-মহলের ছবিতে ঋতুপর্ণা, পরিচালনা থেকে চিত্রনাট্য চার মহিলায় বাজিমাত

সংক্ষিপ্ত

প্রকাশ্যে এল ঋতুপর্ণার পরবর্তী ছবির খবর ডবল রোলে প্রথম ঋতুপর্ণা মুক্তি পেল ছবির ট্রেলার চার মহিলাতেই বাজিমাত করতে আসছে নতুন ছবি

টলিউডে খুব বেশি দেখা না গেলেও মাঝে মধ্যেই এক করে ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়ে থাকেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পুজোর মাঝেই প্রকাশ্যে এল ঋতুপর্না অভিনীত পরবর্তী ছবির খবর। প্রকাশ্যে এল ছবির প্রথম লুক, ট্রেলার ও গান। 

ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় সেভাবে মুখ না খুললেও এই ছবির খবর প্রকাশ্যে আসার পরই বেজায় খুশি হয়েছেন তাঁর ভক্তমহল। ছবির নাম নাইম এন লাইট। দেবীপক্ষের পরই মুক্তি পেল এই ছবির প্রথম লুক। কারণ হিসেবে তুলে ধরাই যায় এই ছবির বিশেষত্ব। ছবির আদ্যপান্তা জুড়ে রাজ করছে মহিলা মহল। 

ছবির পরিচালনা করেছেন রেশমী মিত্র, ছবিতে গান গেয়েছেন অন্বেষা, চিত্রনাট্য রচনা করেছেন পারমিতা এবং সেই ছবিতেই মুখ্যভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে একটি নয়, ছবিতে তাঁকে দেখা যাবে ডবল রোলে। 

এই ধরনের চরিত্রে এর আগে অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যায়নি। এই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠান সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে হয়। সেখানেই উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, জিতু কমল, অন্বেষা, পারমিতা, রেশমী সহ আরও অনেকেই।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার