করণের টক শো কফি উইথ করণ- এ এসে রানি মুখোপাধ্যায় জানালেন তিনি নাকি একবার আমির খানের কাছে গিয়ে কেঁদেছিলেন। কারণ কাল হো না হো তে করণ জোহর তাকে কাস্ট করেননি।
কাল হো না হো বলিউডের অন্যতম একটি সেরা ছবি। শাহরুখ, প্রীতি, সইফ অভিনীত এই ছবি নাকি কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছিল রানি মুখোপাধ্যায়ের জন্য। রানি নিজেই সেই কথা জানিয়েছেন। ২০০৩ সালে করণের কফি উইথ করণ শোতে এসে রানি এই কথা ফাঁস করেছিলেন। কাল হো না হো তে সুযোগ না পাওয়ার কষ্ট তিনি ভাগ করে নিয়েছিলেন আমির খানের সঙ্গে। নায়কের সামনে নাকি কেঁদে ফেলেছিলেন তিনি। তিনি বলেন, 'সত্যি বলতে, আমি যখন প্রথম এটি সম্পর্কে জানতে পেরেছিলাম, আমি কথাটা তোমার কাছ থেকে জানতে পারিনি, তাই এই বিষয়টা আমাকে আঘাত করেছিল। আমি তোমার খুব ঘনিষ্ঠ, এমনকি তুমি যদি একটি ছবি বানাও এবং সেখানে যদি আমায় না কাস্টও করো, তবুও তুমি সবসময় আমার সাথে সেটা নিয়ে আলোচনা করতে পারো, যে তুমি আমাকে বা অন্য কাউকে নিচ্ছ কিনা। আমি তোমার সাথে সেই বন্ধুত্ব শেয়ার করি। কিন্তু তারপরেও, তুমি যখন আমার কাছে এসে আমার সঙ্গে এই বিষয়ে কথা বলোনি, এবং আমি সেটা অন্য কারো কাছ থেকে জানতে পেরেছি, তখন আমার এটাই মনে হলো যে কেন করণ আমাকে বলেনি?'
এরপর আমিরের সামনে কেঁদে ফেলেন বলে জানান রানি । তিনি বলেছিলেন, ' তোমার এবং আমার সেই সম্পর্ক নেই, যেখানে আমার খারাপ লাগতে পারে... আমার মনে আছে আমি আমিরের সামনে গিয়ে কাঁদছিলাম, যা তুমি হয়তো জানোও না, আমি তোমাকে তোমার শোতেই প্রথম বলছি।' করণ স্পষ্টতই এটি জানতেন না, এবং তিনি বলেছিলেন, 'আমি এমনও জানতাম না যে আমির তোমার কাঁদবার কাঁধ।'
' প্রীতি রোল টা পেয়েছে বলে কিন্তু আমি কাঁদিনি। আমি প্রীতির জন্য খুব খুশি। কিন্তু যেহেতু অন্য কারো থেকে আমায় বিষয়টি জানতে হয়েছিল তাই আমার দুঃখ হয়েছিল। এবং হয়তো সেই সময় আমি একটু বেশি স্পর্শকাতর ছিলাম। কেরিয়ারেও সেইসময় আমি সেরকম সক্রিয় ছিলাম না। কিন্তু তারপর ঈশ্বর সদয় হয়েছেন।'
আরও পড়ুনঃ
বলিউডের বাদশার ৩০ বছর পূর্তিতে ভক্তদের উদ্দেশ্যে কী বার্তা দিলেন শাহরুখ খান
মুক্তি পেয়েছে অবরোধ-২, প্রথম হিন্দি সিরিজে কেমন অভিনয় করলেন আবির?
রানিকে শেষবার বান্টি অউর বাবলি ২ তে সইফ আলী খানের বিপরীতে দেখা গিয়েছিল। সেই ছবিতে এক দশকেরও পরে পর্দায় একসঙ্গে এসেছিলেন সইফ এবং রানি । রানিকে এরপর পরিচালক আশিমা চিব্বরের মিসেস চ্যাটার্জি বনাম নরওয়েতে দেখা যাবে। ছবির প্রযোজক মনীষা আদভানি, মধু ভোজওয়ানি এবং নিখিল আদভানির এম্মে এন্টারটেইনমেন্ট অ্যান্ড জি স্টুডিওস।