সঙ্কট কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

Published : Dec 09, 2019, 11:09 AM ISTUpdated : Dec 09, 2019, 11:10 AM IST
সঙ্কট কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

সংক্ষিপ্ত

অবশেষে  হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর নিউমোনিয়া এবং বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন লতা ব্রিচ ক্যান্ডি হাসপাতালের  চিকিৎসক টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি  নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই খবর নিজেই জানিয়েছেন লতা

সঙ্কট কাটিয়ে আপাতত সুস্থ রয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।  অবশেষে  হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। ধীরে ধীরে কিংবদন্তী গায়িকার অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে লতার অবস্থা স্থিতিশীল। টানা ২৮ দিন ভর্তি থাকার পর গতকালই ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।

 নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই খবর নিজেই জানিয়েছেন লতা। তিনি ট্যুইটে জানিয়েছেন, নমস্কার, গত ২৮ দিন ধরে আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। নিউমোনিয়া এবং বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি  হয়েছিলাম। 

 

আরও একটি ট্যুইট করে তিনি জানিয়েছেন, তাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকদের অনেক অবদান রয়েছে। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের  চিকিৎসক টিমকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

 

কিছুদিন আগে সূত্র থেকে জানা গিয়েছিল তিনি নাকি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অবশেষে সমস্ত জল্পনা খোলসা করে তিনি নিজেই খুশির খবরটি সকলকে জানালেন। প্রাথমিক অবস্থার থেকে এখন অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। সুর সম্রাজ্ঞী সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরে শুভেচ্ছা জানিয়েছেন গোটা দেশের মানুষ তথা গোটা বলিউড। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?