Just like Shah Rukh Khan: মহিলা মেকআপ শিল্পির শাহরুখ খানের সাজ, ভিডিওটি দেখলে অবাক হবেন আপনিও

দীক্ষিতা (Dikhita) নামের এক মেকআপ আর্টিস্ট সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। যাখানে তাঁকে  দেখতে লাগছে অবিকল শাহরুখ খানের মত। তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে তিনি দেখিয়েছেন কীভাবে কিনি কনট্যুরিং, ফাউন্ডেশনের সাহায্য নিয়ে হয়ে যাচ্ছেন বলিউড বাদশার হামসকল। 

মেকআপ (Makeup) -এর জাদুতে অনেক কুৎসিত দেখতে মানুষও সুন্দর হয়েছে। আবার অনেক সুন্দর দেখতে মানুষকে খারাপ দেখতে করে দেওয়া যায়। সিনেমা থেকে থিয়েটার- মেকআপ-এর জাদু তুলতে এমন একটি চরিত্র ফুটিয়ে তোলা  হয়েছে যা ছাপিয়ে গিয়েছে সিনেমারে। মোগাম্বো থেকে শুরু পরে পা - সেই অসাধ্য সাধন করেছে।  যাইহোক এবার এক মহিলা মেকআপ শিল্পী নিজের রঙ আর তুলির জাদুতে নিজেকেই শাহরুখ খান (shah Rukh Khan) বানিয়ে ফেললে। সেই ভিডিও তিনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। 

দীক্ষিতা (Dikhita) নামের এক মেকআপ আর্টিস্ট সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। যাখানে তাঁকে  দেখতে লাগছে অবিকল শাহরুখ খানের মত। তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে তিনি দেখিয়েছেন কীভাবে কিনি কনট্যুরিং, ফাউন্ডেশনের সাহায্য নিয়ে হয়ে যাচ্ছেন বলিউড বাদশার হামসকল। 

Latest Videos

ভিডিওটির ক্যাপশানও দিয়েছেন মজাদার। সেখানে দীক্ষিতা লিখেছেন, 'বলিউডের রাজাতে মেকআপ-এর রূপান্তর (...)' দেখে নিন সেই তাকলাগানো ভিডিওটি। 

ভিডিওটি প্রায় ৬ জিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। দীক্ষিতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই ভিডিওটি শেয়ার করেন।ইতিমধ্যেই ভিডিওটি সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। ১.৪ লক্ষেরও ওপর লাইক পেয়েছে ভিডিওটি। অনেকেই অনেক মন্তব্য করেছেন। 

এক নেটিজেনতে সরাসরি বলেছেন তিনি এই রূপান্ত কিছুটেই বিশ্বাস করতে পারছেন না। নেটবাসীরা দীক্ষিতার প্রতিভার তারিফ করেছেন।অনেকেই আবার বলেছেন তারা চোখ সরাতেই পারছেন না ভিডিওটি থেকে। তবে অনেকে আবার বলেছে, দীক্ষতা নির্ভুলভাবে এই কাজ করেছেন। এককথায় সোশ্যাল মিডিয়ায় প্রচুর তারিফ কুড়িয়েছেন এই শিল্পী।  

তবে ভাইরাল এই ভিডিও নিয়ে এখনও মন্তব্য করেননি বলিউড বাদশা।  তিনি এখন ব্যস্ত রয়েছেন শ্যুটিং-এর কাজে। ছেলে আরিয়ান খানের নাম মাদক মামলায় জড়িয়ে পড়েছিল। সেইকারণে শাহরুখ শ্যুটিং বন্ধ করে দিয়েছিলেন। তাই বছর শেষে কোনও পান্টি নয় শাহরুখ কাজেই মন দিয়েছেন। বন্ধ হয়ে গিয়েছিল পাঠান-এর শ্যুটিং. সম্প্রতি সেই ছবির শ্যুটিং-এ ফিরেছেন শাহরুখ খান।

এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকনকে। ভিলেনের চরিত্রে রয়েছেন জন আব্রাহাম। ছবিতে শাহরুখের চুল লম্বা থাকবে মনে মনে করা হচ্ছে। কারণ সেটের একটি ছবি তিনি দিয়েছিলেন, সেখানে তাঁর লম্বা চুল দেখা গেছে। তবে পাঠান ছবির অফিসিয়াল রিলিজের ডেট এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে আগামী বছরই ছবিটি মুক্তি পাবে। ওটিটি প্ল্যাটফর্মেও আগামী বছর দেখা যাবে বলি বাদশাকে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের