সাত বছর পর জন্মদিনে মুম্বইতে মালাইকা, মধ্যরাতের সেলিব্রেশনে মাতল বিটাউন

Published : Oct 23, 2019, 11:34 AM IST
সাত বছর পর জন্মদিনে মুম্বইতে মালাইকা, মধ্যরাতের সেলিব্রেশনে মাতল বিটাউন

সংক্ষিপ্ত

৪৬ তম জন্মদিনে রাতভোর পার্টি সাত বছর পর জন্মদিনে মুম্বইতে মালাইকা ডান্স ফ্লোর কাঁপালেন বার্থ ডে গার্ল উপস্থিত ছিলেন বিটাউনের অনেকেই

বুধবার ৪৬শে পা বলিউড ডিভা মালাইকার। সেই উপলক্ষ্যেই বেশ কিছুদিন আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল বার্থ ডে গার্লকে ঠিক কীভাবে শুভেচ্ছা জাজানো যায়। বেশ কয়েক বছর ধরেই বিটাউনে জন্মদিনে দেখা মিলত না মালাইকার। বাইরে বন্ধু কিংবা পরিবারের সঙ্গেই এই দিনটি পালন করতেন তিনি। 

 

 

প্রায় সাত বছর পর জন্মদিনে বন্ধুকে কাছে পেয়ে বিটাউনের অনেকেই বেজাই খুশি। তাই ঘড়ির কাঁটায় বারোটা বাজতে না বাজতেই সেজে উঠল জুহুর পাঁচতারা হোটেল। সেখানেই শুরু মালাইকার জন্মদিন পালন। উপস্থিত ছিলেন বিটাউনের এক ঝাঁক তারকারা। 

 

 

জন্মদিনে খুশির মেজাজে এদিন মালাইকা কাঁপালেন ডান্স ফ্লোর। ওয়ান পিস-এ পার্ফেক্ট হট লুকেই এদিন ধরা দিলেন তিনি। সঙ্গে ছিলেন অর্জুন কাপুরও। জন্মদিনের পরিকল্পনার পেছনে মূলত ছিলেন তিনি। অর্জুনের জন্মদিন মালাইকা দেশের বাইরে পালন করলেও মালাইকার এবছরের জন্মদিন জমিয়ে সেলিব্রেট করতে কোমড় বেঁধে নেমে পড়লেন অর্জুন। 

 

 

অতিথিদের তালিকাও এদিন ছিল বেজায় দীর্ঘ। অর্জুন রামপাল, করিনা কাপুর, করিষ্মা কাপুর, জাহ্ণবী কাপুর, করণ জোহর প্রমুখদের পার্টিতে দেখা গেল এইদিন। শুধু তাই নয় নায়িকার জন্মদিনে ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতাও। সকলেই শুভেচ্ছা জানাতে শুরু করলেন মঙ্গলবার রাত থেকেই। 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা