সৃজিতের পর জয়া, একের পর এক বিয়ের নিয়ে জল্পনা টলি-পাড়ায়

Published : Nov 21, 2019, 06:39 PM IST
সৃজিতের পর জয়া, একের পর এক বিয়ের নিয়ে জল্পনা টলি-পাড়ায়

সংক্ষিপ্ত

বিয়ের জল্পনায় এবার নাম জয়ার সম্প্রতি ছড়িয়েছে সৃজিতের বিয়ের খবর  এবার জয়াকে নিয়ে নতুন খবর প্রকাশ্যে  পাত্রকে নেট দুনিয়ায় নতুন সোরগোল 

সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের বিয়ের খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। চলচ্চিত্র জগতে বর্তমানে একের পর এক সম্পর্কের খবর উষ্কে জল্পনা উঠছে তুঙ্গে। সম্প্রতি সমাপ্ত হওয়া কলকাতা চলচ্চিত্র উৎসবেরই একই ফ্রেমে ধরা পড়েছিলেন সৃজিত ও মিথিলা। তখন থেকেই শোনা যায় গুঞ্জন। ফেব্রুয়ারী মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সৃজিত।

এই খবর প্রকাশ্যে আসার কয়েকদিনের মধ্যেই নতুন খবর ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জয়া আহসান। বাংলাদেশে এই নিয়েই জল্পনা এখন তুঙ্গে। তবে পাত্রীর বিপরীতে থাকছেন কে! সকলের মনেই এই প্রশ্ন। প্রকাশ্যে নিজের সম্পর্কের কথা না জানালেও তিনি যে চুটিয়ে প্রেম করছে সূত্রের খবর তেমনটাই জানাচ্ছে। তবে পাত্র বাংলাদেশের, এবং তিনি চলচ্চিত্র জগতের কেউ নন, এই খবরই জানা যাচ্ছে সূত্রমারফত।

 

 

যদিও এই বিষয় এখনও মুখ খোলেননি জয়া আহসান। তাঁর মতে বিয়ে নিয়ে তিনি এখনও কিছু ভাবছেন না। এই বিষয় কথাও বলতে নারাজ তিনি। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। একদিকে রবিবার অন্যদিকে অর্ধাঙ্গিনী ছবির শ্যুটিং-এ এখন নজর দিয়েছেন জয়া। এখানেই শেষ নয়, সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ছবির কাজ নিয়েও তিনি ব্যস্ত রয়েছেন। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার